Logo
Logo
×

প্রবাস

কুয়ালারামপুরে বুকিত বিনতাংয়ে রেস্তোরাঁয় অভিযান

৮৬ বাংলাদেশিসহ ১০১ অভিবাসী শ্রমিক আটক

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম

কুয়ালারামপুরে বুকিত বিনতাংয়ে রেস্তোরাঁয় অভিযান

রাজধানীর বুকিত বিনতাং এলাকায় একটি জনপ্রিয় মধ্যপ্রাচ্যের রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ১০১ জন বিদেশি শ্রমিককে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে পরিচালিত এ অভিযানে পাঁচতলা ভবনের রেস্তোরাঁটি ঘিরে তল্লাশি চালানো হয়।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাওপি ওয়ান ইউসুফ জানিয়েছেন, রেস্তোরাঁয় বৈধ নথি ও অনুমতিপত্র ছাড়াই বিদেশি শ্রমিক কাজ করছে, এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ১১১ অভিবাসী ও ৬ জন স্থানীয় কর্মীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ১০১ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৮৬ জন বাংলাদেশি, ১২ জন সিরিয়ান এবং ২ জন ইন্দোনেশিয়ান নাগরিক। এ ছাড়া রেস্তোরাঁটির দায়িত্বপ্রাপ্ত স্থানীয় ব্যবস্থাপককেও আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

ইমিগ্রেশন জানায়, কিছু বিদেশি কর্মীর কাছে অন্য সেক্টরের কাজের পাস থাকলেও তা রেস্তোরাঁয় চাকরির জন্য বৈধ ছিল না। তাদের মধ্যে কারো কাছে নির্মাণ, রিটেইল, ক্লিনিং, স্টুডেন্ট, ফ্যাক্টরি, সোশ্যাল ভিজিট বা রেস্তোরাঁর পাস থাকলেও তা এই নির্দিষ্ট প্রতিষ্ঠানে কাজের অনুমোদন দেয় না।

ঘটনার পর তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫)–এর বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে, যার মধ্যে রয়েছে ইমিগ্রেশন রেগুলেশন ৩৯(বি) ১৯৬৩, সেকশন ১৫(১)(সি), সেকশন ৬(১)(সি)। এছাড়া বিদেশি শ্রমিক বেআইনিভাবে নিয়োগ দেওয়ার দায়ে রেস্তোরাঁর নিয়োগকর্তার বিরুদ্ধে সেকশন ৫৫(বি) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার