Logo
Logo
×

প্রবাস

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য জিয়া পরিষদের দোয়া

Icon

লন্ডন প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য জিয়া পরিষদের দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জিয়া পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকালে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জিয়া পরিষদের সদস্য ও সর্ব ইউরোপের সমন্বয়ক কবি-কাওসার হোসাইন। সভায় জুমের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে নেতাকর্মীরা অংশ গ্রহণ করেছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় নিবার্হী কমিটির আন্তর্জাতিক সম্পাদক এম এ জলিল খান, জিয়া পরিষদ ইউকের সাধারণ সম্পাদক মঞ্জুর হাসান পল্টু প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ইউকে জিয়া পরিষদের সহ সভাপতি মোল্লা ফিরোজ, রানা সাগর,  ব্যারিস্টার রেজাউল করিম, মনোয়ার হোসেন ক্লার্ক, আবুবক্কর, মো. ইয়াকুব মিয়া, জয় ইসলাম, মো. মাহবুবুর রহমান,  নুর রহমান, মুহিবুর রহমান, শেখ এমদাদুর রহমান অপু, মনোয়ার হুসেন কাজল, মো. রাইভেন, মান্নান খান , সাব্বীর চৌধুরী, শেখ ফকরুল ইসলাম, রিপন মজুমদার, শাহরিয়ার ,সাবেক ছাত্রনেতা এম আর পিতম প্রমুখ ।

দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত ও দোয়া করেন জিয়া পরিষদ ইউকের সাংগঠনিক সম্পাদক আহসান উদ্দিন মানিক হাই।

এ সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি প্রাণ ও প্রাণভিক্ষা চেয়ে মহান আল্লাহ রাব্বুল আলআমিনের দরবারে বিশেষ দোয়া করা হয়। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার