বিজ্ঞাপন
ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট চালু রাখার দাবি গ্রেটার সিলেট কমিউনিটির
আজিজুল আম্বিয়া, লন্ডন
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম
বিজ্ঞাপন
বিমানের ম্যানচেস্টার টু সিলেট সরাসরি ফ্লাইট চালু রাখা এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাউথ ইস্ট রিজিওনের আহ্বায়ক আলহাজ্ব হারুনুর রশীদ। সভাটি যৌথভাবে পরিচালনা করেন যুগ্ম সদস্য সচিব আব্দুল বাছিত রফি ও সৈয়দ সায়েম করিম।
সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্যাট্রন ড. হাসনাত এম হোসেইন এমবিই, প্যাট্রন ও বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মাহবুব, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মাসুদ আহমদ, মুফতি সৈয়দ মাহমুদ আলী, রাজনীতিবিদ আজম আলী, সাংস্কৃতিক সংগঠক হেলেন ইসলাম, কবি আসমা মতিন ও সৈয়দ কাহেরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ম্যানচেস্টার–সিলেট সরাসরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটি কেবল একটি ফ্লাইট রুট নয়, বরং হাজারো প্রবাসী সিলেটবাসীর জন্য সহজ ও স্বল্পসময়ের যাতায়াতের একমাত্র ভরসা। সিলেটকে অবহেলা নয়, বরং প্রাধান্য দিতে হবে।
সভায় বক্তারা আরও উল্লেখ করেন, নামমাত্র ‘ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর’ হলেও সেখানে এখনো বিদেশি কোনো এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়নি, যা সিলেটবাসীর প্রতি স্পষ্ট বৈষম্যের পরিচয়। অবিলম্বে আন্তর্জাতিক মান অনুযায়ী ওসমানী বিমানবন্দর থেকে অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালুর অনুমতি দেওয়ার জোর দাবি জানানো হয়।
এছাড়া সিলেট অঞ্চলের সড়ক ও রেলপথ সংস্কার করে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের আহ্বান জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বৃহত্তর সিলেটবাসীর ন্যায্য দাবি আদায় না হলে প্রবাস ও দেশের মানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বিজ্ঞাপন