Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

মিনিয়াপোলিসে আইসের টেনেহিঁচড়ে নামানো কে এই বাংলাদেশি নারী?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ এএম

মিনিয়াপোলিসে আইসের টেনেহিঁচড়ে নামানো কে এই বাংলাদেশি নারী?

বিজ্ঞাপন

সরকারবিরোধী বিক্ষোভে মিনেসোটা স্টেইটের মিনিয়াপোলিস যখন উত্তপ্ত, তখন বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীকে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্তৃক গ্রেপ্তারের ঘটনায় জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

আইস কর্তৃক আকস্মিক ও বর্বরভাবে অভিবাসী নারী গ্রেপ্তারের এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যার ফলে, দেশ জুড়েই আইসের বিরুদ্ধে জোড়ালো হয়েছে ক্ষোভ।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভ চলাকালীন মঙ্গলবার বাংলাদেশি ওই নারীকে আইসের মুখোশধারী কর্মকর্তারা চলন্ত গাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যান। 

ভুক্তভোগী ওই নারীর নাম আলিয়া রহমান, যিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও মানবাধিকারকর্মী।

ভুক্তভোগী আলিয়া রহমান নিউজ উইককে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ওই সময় তিনি গাড়িতে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। হঠাৎ গাড়ি থামিয়ে তাকে টেনেহিঁচড়ে বের করে আইস।

কর্মকর্তাদের তখন আলিয়া চিৎকার করে জানান, তিনি একজন প্রতিবন্ধী এবং চিকিৎসকের কাছে যাচ্ছেন। ফেডারেল কর্মকর্তারা তার কথা আমলে না নিয়ে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করেন। যদিও পরবর্তিতে আলিয়াকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে, আইস কর্মকর্তার গুলিতে নারীসহ পরপর দুবার হামলা ও নিহত হওয়ার ঘটনায় সপ্তাহজুড়ে মিনিয়াপোলিসে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। এর মধ্যে আলিয়াকে গ্রেপ্তারের ঘটনা আন্দোলনের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার