Logo
Logo
×

লাইফস্টাইল

বিদ্যুৎ বিল অর্ধেকে নামিয়ে আনতে যা করবেন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম

বিদ্যুৎ বিল অর্ধেকে নামিয়ে আনতে যা করবেন

গরমে বিদ্যুৎ বিল অনেক বেশি আসে, আর শীতে একটু কম হয়। কিন্তু অনেক সময় শীতেও বিদ্যুৎ বিল অযথা বেশি আসে, এমনকি বৈদ্যুতিক পাখা না চালিয়েও। এমন পরিস্থিতি এড়াতে কিছু সহজ টিপস মেনে চললেই এসি, ফ্রিজ ও অন্যান্য গ্যাজেট চালালেও বিদ্যুৎ বিল অনেকটাই কমানো সম্ভব।

সিএফএল বা এলইডি লাইট ব্যবহার করুন

সাধারণ বাল্বের পরিবর্তে কম শক্তি খরচ করা বাল্ব ব্যবহার করুন। এতে বিদ্যুৎ সাশ্রয় হয়। ভয় পাওয়ার কিছু নেই, কম পাওয়ারের আলোও ঘরকে যথেষ্ট উজ্জ্বল রাখে। সিএফএল বা এলইডি ব্যবহার করলে প্রায় ৭০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।

ফ্রিজকে ডিফ্রস্ট রাখুন

যদি ফ্রিজে বেশি বরফ জমে থাকে, তার ঠাণ্ডা হওয়ার ক্ষমতা কমে যায় এবং বেশি বিদ্যুৎ খরচ হয়। তাই ফ্রিজকে নিয়মিত ডিফ্রস্ট করুন এবং গরম খাবার আগে ঠাণ্ডা হলে ফ্রিজে রাখুন। এতে বিদ্যুৎ বিল অনেক কম হবে।

অপ্রয়োজনে যন্ত্র বন্ধ রাখুন

টিভি, ল্যাপটপ, মোবাইল চার্জার ইত্যাদি ব্যবহার শেষে সম্পূর্ণভাবে বন্ধ করুন। রিমোট দিয়ে বন্ধ করা হলে অনেক সময় যন্ত্র পুরোপুরি বন্ধ হয় না, যা অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচের কারণ।

এসি চালানোর সময় ঘর বন্ধ রাখুন

এসি চালানোর সময় জানালা, দরজা বা স্কাইলাইট সব ঠিকভাবে বন্ধ আছে কি না তা নিশ্চিত করুন। চাইলে এসির বদলে সিলিং ফ্যান বা টেবিল ফ্যান ব্যবহার করতে পারেন।

এই সহজ টিপসগুলো মেনে চললেই শীতে বিদ্যুৎ বিল অনেকটাই কমানো সম্ভব।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার