Logo
Logo
×

লাইফস্টাইল

এ বছরে কোটিপতি হবে যে ৪ রাশি : বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ এএম

এ বছরে কোটিপতি হবে যে ৪ রাশি : বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

ফরাসি ভবিষ্যদ্বক্তা নস্ত্রাদামুসের মতোই ভবিষ্যৎ দেখার অদ্ভুত ক্ষমতার জন্য বিশ্বজোড়া পরিচিত বাবা ভাঙ্গা। বজ্রাঘাতে দৃষ্টিশক্তি হারানোর পর থেকেই তার ভবিষ্যদ্বাণী নাকি আশ্চর্যভাবে সত্যি হতে শুরু করে। ৯/১১ হামলা, চেরনোবিল বিপর্যয় কিংবা প্রিন্সেস ডায়ানার মৃত্যু—অনেক বড় ঘটনার ব্যাপারেই তার পূর্বাভাস পরে মিলেছে।

সেই বাবা ভাঙ্গা এবার জানালেন, ২০২৫ সাল নিয়ে চারটি রাশির জন্য বিশেষ ভবিষ্যদ্বাণী। তার মতে, চলতি বছরে এসব রাশির জাতকদের ভাগ্যে বিরাট আর্থিক সাফল্য ধরা দেবে। এমনকি কোটিপতি হয়ে ওঠার সুযোগও তৈরি হবে।

মেষ রাশি

মেষ রাশির জাতকরা নিজের পরিশ্রমের প্রাপ্য ফল পাবেন। বাবা ভাঙ্গার পূর্বাভাস বলছে, বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত ও ব্যবসায়িক সফলতার মাধ্যমে মেষ রাশি দ্রুত আর্থিক উত্থান ঘটাবে। বছর শেষ হওয়ার আগেই কোটিপতি হওয়ার সম্ভাবনাও প্রবল। সাহস ও দৃঢ়তা এই রাশির প্রধান শক্তি।

বৃষ রাশি

বৃষ রাশি এ বছর যেন সাফল্যের ছোঁয়ায় ধন্য। দীর্ঘ দিনের বাধা কাটিয়ে আর্থিক উন্নতি হবে দ্রুত। শুক্রের শক্ত প্রভাবের কারণে অর্থভাগ্য চূড়ায় পৌঁছবে। বাবা ভাঙ্গার মতে, কয়েক মাসের মধ্যেই বৃষ রাশির জাতকদের জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। পরিশ্রম ও জেদ এনে দেবে আকাশছোঁয়া সাফল্য।

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের জন্য ২০২৫ হলো আর্থিক উন্নতির বছর। ধৈর্য, বুদ্ধিমত্তা ও পরিস্থিতি সামাল দেওয়ার দক্ষতা তাদের সাফল্যের মূল চাবিকাঠি। বুধ এবং বৃহস্পতির প্রভাবে মিথুন রাশি পাবে নতুন সুযোগ, বড় সিদ্ধান্ত সফল হবে। দলগত কাজেও মিলবে বিশেষ উন্নতি ও লাভের সম্ভাবনা।

সিংহ রাশি

চলতি বছর সবচেয়ে বড় সাফল্যের মুখ দেখবে সিংহ রাশি। কর্মক্ষেত্রে প্রোমোশন, বেতন বৃদ্ধি এবং ব্যবসায় অতিরিক্ত লাভ—সবই অপেক্ষা করছে তাদের জন্য। সূর্যের প্রভাবে অর্থভাগ্য অত্যন্ত শক্তিশালী থাকবে। বাবা ভাঙ্গার মতে, আগামী কয়েক মাসেই সিংহ রাশির বহু জাতক কোটিপতি হওয়ার মতো আর্থিক অগ্রগতি অর্জন করতে পারেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার