যেসব দেশে যেতে ভিসা লাগে না বাংলাদেশিদের
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:৩৬ পিএম
দক্ষিণ আমেরিকার বাহামা দ্বীপপুঞ্জ ভূমিকম্পের ঝুঁকি সবচেয়ে কম দেশগুলোর মধ্যে অন্যতম হিসেবে পরিচিত। বিশেষ করে বাংলাদেশিরা এই দেশে ভিসামুক্তভাবে ভ্রমণ করতে পারেন।
ভূগোল ও পরিবেশবিষয়ক ওয়েবসাইট *ওয়ার্ল্ড অ্যাটলাস* জানায়, ভূমিকম্প ঝুঁকিতে সবচেয়ে নিচের সারিতে থাকা দেশগুলোর তালিকায় রয়েছে চাদ, নাইজার, বাহামা, আইভরি কোস্ট, বুরকিনা ফাসো, ফিনল্যান্ড, ডেনমার্ক, লাটভিয়া, আয়ারল্যান্ড ও উরুগুয়ে। এসব দেশ প্রধান ভূমিকম্পীয় ফল্টলাইন থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় এখানে সাধারণত উল্লেখযোগ্য ভূমিকম্প ঘটে না।
বাহামা প্রধান ফল্ট লাইন থেকে প্রায় ৪৮০ কিলোমিটার দূরে। ফলে এখানে ভূমিকম্প খুবই বিরল। তবে কাছাকাছি ক্যারিবীয় দেশগুলোর ভূমিকম্পের প্রভাব কিছু ক্ষেত্রে বাহামাতেও অনুভূত হতে পারে।
পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশের নাগরিকরা বর্তমানে মাত্র ১৫টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান। সেগুলো হলো: বাহামা, বার্বাডোজ, ভুটান, ডমিনিকা, ফিজি, গাম্বিয়া, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, রুয়ান্ডা, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং ভানুয়াতু।
বাহামার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা প্রয়োজনীয়তা মওকুফ করা হয়েছে। বাংলাদেশিরা বাহামায় পর্যটক হিসেবে ৩ মাস থেকে সর্বোচ্চ ৮ মাস পর্যন্ত থাকতে পারবেন।