ইতালির বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড প্রাডার একটি সাধারণ পণ্যের অবিশ্বাস্য দামের কারণে এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিলাসবহুল ব্র্যান্ডটির নতুন পণ্যটি আসলে একটি সেফটি পিন ব্রোচ। সাধারণত স্থানীয় দোকানে এটির ১৫ থেকে ২০টির প্যাক মাত্র ১০ থেকে ২০ টাকায় পাওয়া যায়।
এই ব্রোচটির নাম দেওয়া হয়েছে ‘ক্রোচেট সেফটি পিন ব্রোচ’, যা রঙিন ক্রোশে সুতো দিয়ে মোড়ানো এবং তার ওপরে প্রাডার স্বাক্ষরিত ত্রিভুজাকার লোগো ঝুলছে।
এর দাম রাখা হয়েছে চমকে দেওয়ার মতো—৭৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫ হাজার টাকা)।
প্রাডার ওয়েবসাইটে বর্ণনায় লেখা আছে, ‘প্রাডার আকর্ষণীয় সেফটি পিন ব্রোচটিকে রঙিন ক্রোশে কর্ডের ডিটেইল দিয়ে সমৃদ্ধ করা হয়েছে।’
ব্রোচটি পিতল ও সুতায় তৈরি এবং এর দৈর্ঘ্য প্রায় ৩.১৫ ইঞ্চি। এটি তিনটি রঙের সমন্বয়ে পাওয়া যাচ্ছে—একটি নীল ও বাদামি, আরেকটি বেবি পিংক ও পিস্তাচিও সবুজ এবং তৃতীয়টি কমলা ও বাদামি—যা শরতের মৌসুমের ভাব প্রকাশ করে।
ক্রেতারা এই তিনটির যেকোনো একটি রঙে কিনতে পারেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ সাধারণ জিনিসটির এমন বিপুল দামের কারণে বিদ্রুপের বন্যা বয়ে গেছে।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমরা তো এমন জিনিস স্কুলে সূচিকর্ম ক্লাসে বানাতাম!’
আরেকজন মজার ছলে বলেছেন, ‘আমি তো নিজের মতো রং বেছে নিয়ে বানিয়ে ফেলতে পারি, চাইলে সোনার চার্মও লাগাতে পারি (আমি নিজে হলে সেফটি পিনের ছিদ্রে একটা গোল চার্ম দিতাম)।’
অন্য একজন মন্তব্য করেন, ‘এত টাকায় পুরো একটা আলমারি ভর্তি জামাকাপড় কেনা যায়!’
আরেকজন লিখেছেন, ‘আমি তো একদম একইরকম পিন পাঁচ টাকায় কিনেছি।’
আরো এক ব্যবহারকারী মজার ছলে বলেন, ‘সত্যি বলছো? আমরা তো এমন পিন চোখের নিমিষে হারিয়ে ফেলি। এটা কেউ ব্যবহারই করবে না, কারণ একবার হারালে তো শেষ!’
সূত্র: এনডিটিভি