Logo
Logo
×

লাইফস্টাইল

মেয়েদের যেসব বিষয় আকর্ষণ করে ছেলেদের

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:৫২ এএম

মেয়েদের যেসব বিষয় আকর্ষণ করে ছেলেদের

আমরা একজন আরেকজনের মুখোমুখি হলে প্রথম দর্শন করি চেহারার। প্রথম দর্শনে চেহারা লক্ষ্য করলেও আরও কয়েকটি বিষয় রয়েছে, যা মেয়েদের প্রতি ছেলেদের আকর্ষণ বাড়িয়ে তোলে। সেটি যদি হয় প্রেমদর্শন, তবে তো কথাই নেই। আর প্রেমের ক্ষেত্রে একজন ছেলেকে একজন মেয়ের প্রতি আকৃষ্ট করার মূল বিষয় হলো তার চেহারা। সে দেখতে কেমন, তা দর্শন পাওয়ার পরই বিশ্লেষণ করে থাকি। আর এ ক্ষেত্রে চেহারায় ছেলের চোখে আবেদনময়ী হওয়ার একমাত্র কারণ নয়। রূপবতী হলেই যে একজন ছেলে একজন মেয়েকে পছন্দ করবে তা কিন্তু নয়। টাইমস অব ইন্ডিয়া এমন পাঁচটি বিষয় প্রতিবেদনে উল্লেখ করেছে, যেগুলো কোনো মেয়েকে আরও আকর্ষণীয় করে তোলে।

চলুন জেনে নেওয়া যাক, কোন কারণে মেয়েদের আকর্ষণীয় মনে করেন ছেলেরা—

১. ফ্যাশন সচেতন

আপনার সম্পর্কের ক্ষেত্রে দুজনেরই ফ্যাশনের বিষয়ে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। তবে এ বিষয়টি ছেলেদের চেয়ে মেয়েদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। কারণ একজন ফ্যাশনসচেতন মেয়ে আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।

২. বুদ্ধিমত্তা

ছেলেরা সাধারণত কম বুদ্ধির মেয়েকে পছন্দ করেন না। কারণ কেউ যদি তার সঙ্গীর সঙ্গে বাকি জীবন কাটানোর পরিকল্পনা করে থাকেন, তবে তিনি একজন বুদ্ধিমতী মেয়ের খুঁজে বের করার চেষ্টা করে থাকেন। কারণ ছেলেরা চেহারাকে গুরুত্ব না দিয়ে একজন বুদ্ধিমতী মেয়ে বেশি পছন্দ করে থাকেন।

৩. আত্মবিশ্বাস

ছেলেরা আত্মমর্যাদাসম্পন্ন মেয়েদের প্রতি বেশি আকৃষ্ট হন। একজন আত্মবিশ্বাসী মেয়ে স্বাধীনতা বজায় রেখে চলতে পারে এবং জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারে। এমনকি সঙ্গী তার ওপর দীর্ঘ সময়ের জন্য নির্ভর করতে পারে এবং সুরক্ষিত বোধ করে। এমন মেয়েই ছেলেদের বেশি পছন্দ।

৪. ক্যারিয়ারে সফলতা

সফল মেয়ে ছেলেদের কাছে খুব আকর্ষণীয়। আর্থিকভাবে সুরক্ষিত ও পেশাগতভাবে সফল মেয়েরা ছেলেদের কাছে বেশি আবেদনময়ী। এটি তাদের সন্তুষ্টি প্রদান করে যে, তাদের সঙ্গী শুধু অর্থের প্রয়োজনে তার কাছে থাকছে না। যদিও ছেলেরা এটি উচ্চস্বরে কখনো বলতে পারেন না।

৫. রসবোধ

হাস্যরস বোধহীন ব্যক্তি বিরক্তিকর— সেটি ছেলে হোক কিংবা মেয়ে। এটি সবার জন্যই প্রযোজ্য।। অনেক ছেলে সেই মেয়েকে আকর্ষণীয় মনে করেন, যার রসবোধ ভালো এবং বুদ্ধিমত্তার সঙ্গে কৌতুক করতে পারেন। তারা তাদের রসিকতা দিয়ে একটি অনুষ্ঠানকে মাতিয়ে তুলতে পারেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার