আজকের জোকস : নায়িকারা যেভাবে ওজন কমায়
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০২:২০ পিএম
নায়িকারা যেভাবে ওজন কমায়
চিকিৎসক: বাহ! আপনার ওজন দেখছি এক কেজি কমেছে! নায়িকা: হুম, কমারই তো কথা! চিকিৎসক: কেন? নায়িকা: কারণ আজকে আমি মেকআপ করিনি!
বাবার চুল থেকে চুইংগাম ফেরত নেওয়ার চেষ্টা
বাবা খুব শখ করে ছেলেকে কাঁধে বসিয়ে হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ পরই ছেলে বাবার চুল টানছে। বাবা একসময় বিরক্ত হয়ে বললেন—বাবা: খোকা, চুল টানা বন্ধ করো।খোকা: চুল টানছি না তো বাবা, আমার চুইংগামটা ফেরত নেওয়ার চেষ্টা করছি!
চাপাবাজির একটা লিমিট থাকে
দুই চাপাবাজ একসঙ্গে গল্প করছে—১ম চাপাবাজ: আমি এত গরম চা খাই যে, কেটলি থেকে সোজা মুখে ঢেলে দেই!২য় চাপাবাজ: কী বলিস! আমি তো চা-পাতা, জল, দুধ, চিনি মুখে দিয়ে চুলায় বসে পড়ি!