Logo
Logo
×

লাইফস্টাইল

বধূ প্রবেশ করতেই ঘটল বিপত্তি, বিয়ের আসরে হাসির রোল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০১:৩২ পিএম

বধূ প্রবেশ করতেই ঘটল বিপত্তি, বিয়ের আসরে হাসির রোল

বিয়ের আসরে বর–কনের প্রবেশের মুহূর্তটিই সাধারণত সবচেয়ে স্মরণীয় হয়ে থাকে। অতিথিদের সামনে দুজনের একসঙ্গে হাঁটা—এ দৃশ্য চিরদিনের জন্য বন্দি থাকে ক্যামেরায়। তবে সাম্প্রতিক এক বিয়েতে ঘটেছে ভিন্ন রকমের ঘটনা। বধূর প্রবেশের সেই আবেগঘন মুহূর্তে এক নারীর কারণে সৃষ্টি হয় বিব্রতকর পরিস্থিতি। এ ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল। 

বধূ নিজেই ভিডিওটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, বাবার সঙ্গে বধূ হলরুমে প্রবেশ করছেন। অতিথিরা দাঁড়িয়ে মুহূর্তটি উপভোগ করছিলেন। ঠিক সেই সময় পেছন দিক থেকে এক নারী সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হঠাৎ পা ফসকে পড়ে যান। রেলিং ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলেও তার এই আচমকা পড়ে যাওয়ায় হলজুড়ে ছড়িয়ে পড়ে বিস্ময়।  

আরও পড়ুন
আবেগঘন সেই মুহূর্তে উপস্থিত সবার দৃষ্টি বধূ থেকে সরে গিয়ে পড়ে যাওয়া নারীর দিকে কেন্দ্রীভূত হয়। ঘটনার পর অনেকেই সমালোচনা করলেও বধূ তার পোস্টে লিখেছেন—নারীটির উদ্দেশ্য খারাপ ছিল না; বরং পরিস্থিতি এমন হয়েছিল যে সবাই হাসিতে ফেটে পড়েন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা মজার মন্তব্যে ভরিয়ে তুলেছেন।

একজন লিখেছেন, এ ধরনের ঘটনা না ঘটলে বিয়ে সম্পূর্ণ হয় না!

আরেকজনের মন্তব্য, কনের গ্ল্যামার মুহূর্তকে photobomb করে নিলেন ওই আন্টি!

ঘটনাটি প্রমাণ করে, পরিকল্পনা যতই নিখুঁত হোক না কেন, বিয়ের আসরে একটু হাস্যরসই আসলে মুহূর্তটাকে সবচেয়ে স্মরণীয় করে তোলে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার