Logo
Logo
×

লাইফস্টাইল

এফসিপিএস ডিগ্রি জালিয়াতি: যা বললেন ডা. জাহাঙ্গীর কবির

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১২:০৬ এএম

এফসিপিএস ডিগ্রি জালিয়াতি: যা বললেন ডা. জাহাঙ্গীর কবির

এফসিপিএস ডিগ্রি জালিয়াতির অভিযোগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন আলোচিত চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে ডা. জাহাঙ্গীর নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, ‘আমি সিম্পল এমবিবিএস। আমি কোথাও এমবিবিএস ব্যতীত কোনো ডিগ্রি ব্যবহার করি না, দীর্ঘদিন ধরে আপনারা আমাকে চেনেন, আমার প্রেসক্রিপশন অনেকের কাছে আছে, সেখানে শুধুই একটি ডিগ্রি এমবিবিএস। কমেন্ট সেকশন এ ছবি দিয়ে দিচ্ছি। আমার মনে হয় কোথাও কোনো মিসআন্ডারেস্টিং হচ্ছে।’ 

এর আগে এফসিপিএস ডিগ্রি সম্পন্ন না করেও এফসিপিএস ডিগ্রি ব্যবহার করার অভিযোগ উঠে ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে। এ নিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দেশের চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।  

সম্প্রতি বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত নোটিশ তাকে পাঠানো হয়। 

নোটিশে জাহাঙ্গীর কবিরকে উদ্দেশ করে বলা হয়, আপনি এফসিপিএস ডিগ্রি সম্পন্ন না করে নামের পাশে উক্ত ডিগ্রি লিখে চিকিৎসাকার্য পরিচালনা করছেন। এই মর্মে অত্র কাউন্সিলকে অবগত করেন অধ্যাপক আবুল বাসার মো. জামাল, সচিব, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) (ফটোকপি সংযুক্ত)। আপনি উক্ত ডিগ্রি সম্পন্ন না করে এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন ছাড়া এ ধরনের ডিগ্রি ব্যবহার স্পষ্টতই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনের পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। 

নোটিশে ডিগ্রি ব্যবহারের বিষয়টি ব্যাখ্যা করে বিএমডিসি থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার