মানুষের দেহে তিল থাকা একেবারেই স্বাভাবিক বিষয়। কেউ জন্মের পর থেকেই তিল নিয়ে জন্মান, আবার অনেকের শরীরে পরবর্তীতেও তিল বা আঁচিল তৈরি হতে পারে। তবে প্রাচীন সমুদ্র শাস্ত্রে বলা হয়েছে শরীরের বিভিন্ন অংশে তিলের অবস্থান, রং ও আকৃতি দেখে মানুষের ভাগ্য, চরিত্র ও ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পাওয়া যায়।
প্রাচীন ভারতীয় পণ্ডিতরা দীর্ঘ গবেষণার পর এ তত্ত্ব প্রকাশ করেন। সমুদ্র শাস্ত্র মতে, পুরুষের শরীরের ডান পাশে ও নারীর শরীরের বাঁ পাশে তিল থাকা শুভ বলে ধরা হয়। তবে কোনো ব্যক্তির শরীরে ১২টির বেশি তিল থাকলে তা অশুভ এবং ১২টির কম তিল শুভ বলে মনে করা হয়।
চলুন দেখে নেওয়া যাক, শরীরের বিভিন্ন স্থানে তিল থাকলে সমুদ্র শাস্ত্র কী বলে—
ভ্রুতে তিল: ভ্রমণপ্রিয়তার লক্ষণ। ডান ভ্রুতে তিল থাকলে দাম্পত্য জীবন সুখী হয়, বাঁ ভ্রুতে থাকলে দুঃখের ইঙ্গিত।
মাথার মাঝখানে: নির্মল ভালোবাসার প্রতীক।
মাথার ডান দিকে: ধন ও বুদ্ধির চিহ্ন।
মাথার বাঁ দিকে: নিরাশাপূর্ণ জীবনের সূচক।
চোখের মণিতে তিল: ডান দিকে থাকলে উচ্চ বিচারধারা; বাঁ দিকে থাকলে দুর্বল সিদ্ধান্তগ্রহণ ক্ষমতা।
চোখের পাতায় তিল: সংবেদনশীল ব্যক্তিত্বের প্রতিফলন।
কানে তিল: দীর্ঘায়ুর লক্ষণ।
মুখে তিল: সৌভাগ্য ও ধনসম্পদের প্রতীক।
নাকে তিল: প্রতিভা ও সৌভাগ্যের চিহ্ন।
ঠোঁটে তিল: হৃদয়ে ভালোবাসার আধিক্য। তবে ঠোঁটের নিচে তিল থাকলে দারিদ্র্যের সম্ভাবনা।
গালে তিল: ডান গালে তিল থাকলে ধনলাভ, বাঁ গালে থাকলে দারিদ্র্য।
থুতনিতে তিল: রুক্ষ স্বভাব বা মিশুক না হওয়ার ইঙ্গিত।
হাত ও বাহু
ডান কাঁধে তিল: দৃঢ়চেতা ও আত্মবিশ্বাসী স্বভাব।
বাঁ কাঁধে তিল: সহজেই রেগে যাওয়ার প্রবণতা।
হাতে তিল: বুদ্ধিমান ও চতুর।
ডান হাতে তিল: শক্তিশালী ও ধনী হওয়ার সম্ভাবনা।
বাঁ হাতে তিল: খরচপ্রবণ, তবে পিছনের দিকে তিল থাকলে কৃপণতা।
ডান বাহুতে তিল: প্রতিষ্ঠিত ও বুদ্ধিমান।
বাঁ বাহুতে তিল: ঝগড়াটে ও অসচেতন সিদ্ধান্তগ্রহণকারী।
তর্জনীতে তিল: জ্ঞানী ও ধনী হলেও শত্রুর কারণে বিপদে পড়ার আশঙ্কা।
বৃদ্ধাঙ্গুষ্ঠে তিল: কর্মঠ, ন্যায়প্রিয় ও সদাচারী।
মধ্যমায় তিল: সুখী ও শান্তিপূর্ণ জীবনযাপনের ইঙ্গিত।
অনামিকায় তিল: জ্ঞান, যশ ও পরাক্রমের প্রতীক।
কনিষ্ঠায় তিল: ধনী হলেও জীবনে কষ্ট সহ্য করতে হয়।
বুক, গলা ও কোমর
. গলার সামনে তিল: বন্ধুবান্ধবের আনাগোনা বেশি থাকে।
. গলার পিছনে তিল: কর্মঠ ও অধ্যবসায়ী স্বভাব।
. ডান বুকে তিল: শুভ ও সৌভাগ্যের ইঙ্গিত, স্ত্রী বা স্বামী ভালো হয়।
. বাঁ বুকে তিল: সম্পর্কের ক্ষেত্রে বাধা বা অসহযোগিতা।
. বুকের মাঝখানে তিল: সুখী জীবনের প্রতীক।
. কোমরে তিল: জীবনে সমস্যার আনাগোনা বেশি থাকে।
পেট ও পা
. পেটে তিল: খাদ্যরসিকতা ও মিষ্টির প্রতি ভালোবাসা। তবে এরা অন্যকে খাওয়াতে কৃপণ।
.ডান হাঁটুতে তিল: গৃহস্থজীবনে সুখের প্রতীক।
. বাঁ হাঁটুতে তিল: দাম্পত্য জীবনে দুঃখ বা বিরোধ।
. পায়ে তিল: ভ্রমণপ্রিয়তা ও চলাফেরাপ্রিয় ব্যক্তিত্বের ইঙ্গিত।
তিলের অবস্থান ও বৈশিষ্ট্য নিয়ে প্রাচীন শাস্ত্রীয় তত্ত্বগুলো সাংস্কৃতিক ও ঐতিহ্যগত বিশ্বাসের অংশ। তবে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে তিল একটি প্রাকৃতিক ত্বকীয় বৈশিষ্ট্য মাত্র। তাই এটি নিয়ে অতিরিক্ত চিন্তার কিছু নেই, তবে তিলের আকৃতি বা রং হঠাৎ পরিবর্তিত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।