Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

ক্যারিয়ারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ৫ কৌশল

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:২৩ পিএম

ক্যারিয়ারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ৫ কৌশল

বিজ্ঞাপন

আমাদের জীবন গড়ে ওঠে অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টিতে। ক্যারিয়ার বেছে নেওয়া থেকে শুরু করে দৈনন্দিন অভ্যাস, এমনকি ভোট দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়—সবই সিদ্ধান্তের ফল। অথচ অনেকেই ভুলের ভয়ে সিদ্ধান্তহীনতায় ভোগেন, যা ‘ডিসিশন প্যারালাইসিস’ নামে পরিচিত। এই জটিলতা কাটাতে পারলে জীবন অনেকটাই সহজ হয়ে যায়। সিদ্ধান্ত নেওয়া কোনো জন্মগত ক্ষমতা নয়—চর্চা, সচেতনতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে এটি আয়ত্ত করা সম্ভব।

১) লক্ষ্য স্পষ্ট করুন, বিকল্প ছেঁটে ফেলুন

সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের গন্তব্য ঠিক করুন। উদ্দেশ্য পরিষ্কার না হলে বিভ্রান্তি বাড়ে। নিজেকে জিজ্ঞেস করুন—এই সিদ্ধান্তের মূল লক্ষ্য কী? এরপর সম্ভাব্য সব বিকল্প তালিকাভুক্ত করে দেখুন। যে পথগুলো লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়, সেগুলো শুরুতেই বাদ দিন। অপ্রয়োজনীয় বিকল্প কমলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।

২) ভয় ও ইগো দূরে রাখুন

আবেগ ও অহংকার অনেক সময় ভুল পথে আটকে রাখে। ভুল স্বীকার করতে না চাওয়াই ইগোর বড় ফাঁদ। নির্মোহভাবে পরিস্থিতি মূল্যায়ন করুন। অনিশ্চয়তাকে মেনে নিয়ে বর্তমান তথ্যের ভিত্তিতে সেরা সিদ্ধান্ত নিন। মনে রাখুন—কিছুটা অসম্পূর্ণ হলেও সিদ্ধান্ত নিয়ে এগোনো, একেবারেই সিদ্ধান্ত না নেওয়ার চেয়ে ভালো। ভুল থেকে শেখা যায় এবং প্রয়োজন হলে সংশোধনও সম্ভব।

৩) পরীক্ষিত কৌশল কাজে লাগান

বিশ্বাসযোগ্য কারও সঙ্গে নিজের ভাবনা ভাগ করলে অস্পষ্টতা কমে। একই সঙ্গে নিজের অন্তর্দৃষ্টিকে গুরুত্ব দিন—অনেক সময় অভিজ্ঞতার জোরে অবচেতন মন সঠিক পথ দেখায়। বড় সিদ্ধান্ত হলে এক রাত সময় নিন। পর্যাপ্ত বিশ্রাম চিন্তাকে গুছিয়ে এনে পরদিন স্বচ্ছতা দেয়।

আরও পড়ুন

৪) মানসিক সুস্থতা বজায় রাখুন

শান্ত মন সঠিক সিদ্ধান্তের বড় সহায়ক। নিয়মিত ধ্যান বা মাইন্ডফুলনেস চর্চা মানসিক অস্থিরতা কমায়। রুটিনে মাঝেমধ্যে পরিবর্তন আনুন, নতুন অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করুন—এতে দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়। ছোট বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস বড় চ্যালেঞ্জে দক্ষতা বাড়ায়।

৫) সিদ্ধান্তের পর দ্বিধা নয়

একবার সিদ্ধান্ত নেওয়ার পর ‘যদি এমন হতো’ ভেবে আফসোস করবেন না। না নেওয়া পথটি কল্পনায় রঙিন মনে হলেও সেটি বাস্তব নয়। সামনে তাকান, নিজের সিদ্ধান্তে অটল থাকুন এবং পরবর্তী পদক্ষেপে মন দিন। যে পথ বেছে নিয়েছেন, সেটিতেই সেরাটা দেওয়ার চেষ্টা করুন—এটাই এগিয়ে যাওয়ার চাবিকাঠি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার