বিজ্ঞাপন
ভ্রমণের ধকলেও হারাবে না ত্বকের জেল্লা, জেনে নিন সহজ কিছু টিপস
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ এএম
বিজ্ঞাপন
শীত মৌসুমে ভ্রমণের মজাই আলাদা। এ সময় অনেকেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন অজানার উদ্দেশে, দূরে কোথাও। কখনো পাহাড়ের বাঁক, তো কখনো সমুদ্রের নীল জলরাশি। বেড়াতে গেলে মন চাঙা হয় ঠিকই, কিন্তু শরীরের ওপর ধকলও কম যায় না। আর তাতে ধুলোবালি, রোদ আর অনিয়মের জেরে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলেন। বিশেষ করে সঠিক যত্নের অভাবে ট্যুর থেকে ফেরার পর আয়নার সামনে দাঁড়ালে নিজের ত্বক নিজেরই অচেনা লাগে। তবে চিন্তা নেই, ভ্রমণের আনন্দ বজায় রেখেও নামমাত্র সময়ে ত্বকের যত্ন নেওয়া সম্ভব।
চলুন জেনে নেওয়া যাক, ভ্রমণে আপনার ঝকঝকে ত্বক পাওয়ার সহজ কিছু উপায়—
১. ব্যাগে রাখুন ফেশিয়াল ওয়াইপস
আপনি ঘুরতে গিয়ে বারবার ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া সম্ভব নয়। তাই ব্যাগে সব সময় ফেশিয়াল ওয়াইপস রাখুন। গাড়ি কিংবা বিমানে যাতায়াতের সময় মুখ মুছে নিলে ত্বকের সতেজতা বজায় থাকে। তবে আবহাওয়া যাই হোক, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ফেশিয়াল মিস্ট স্প্রে ব্যবহার করুন। বিশেষ করে যাদের ত্বক শুষ্ক, তাদের জন্য এটি মহৌষধ। মাঝেমধ্যে মুখে একটু স্প্রে করে নিলে ত্বক প্রাণবন্ত দেখাবে।
আর শীতের রোদেও অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচতে সানস্ক্রিন মাখা বাধ্যতামূলক। এর পাশাপাশি আপনার ত্বককে নরম রাখতে ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করুন। কারণ পানি খাওয়া কম হয় বলেই এ সময় ত্বক বেশি শুষ্ক হয়ে যায়। সে জন্য ভ্রমণের সময় প্রচুর পরিমাণে পানি ও মৌসুমি ফল খাওয়া উচিত।
৩. নিজের হাত যখন শত্রু
বাইরে বেরোলে আপনার হাতে অজস্র জীবাণু ও ধুলোবালি লাগে। সেই হাত বারবার মুখে ছোঁয়াবেন না। কারণ এতে ব্রণ বা র্যাশের সমস্যা বাড়তে পারে। প্রয়োজনে স্যানিটাইজার ব্যবহার করুন। এটি আপনার ত্বক মসৃণ রাখবে। আর সারা দিন ঘোরাঘুরির পর ত্বকে স্তরে স্তরে ধুলো জমে পড়ে। রাতে হোটেলে ফিরে আলস্য করবেন না। শোবার আগে ভালো করে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এটি ত্বকের রোমকূপ খুলে দিতে সাহায্য করে।
তবে আপনি যাই করুন না কেন, ভারি মেকআপ সবসময় এড়িয়ে চলুন। ভ্রমণে এ কয়েকটি নিয়ম মানলেই আপনার ত্বকের জেল্লা থাকবে অটুট।
বিজ্ঞাপন