Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

লিভার সুস্থ রাখতে এড়িয়ে চলবেন যেসব খাবার

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম

লিভার সুস্থ রাখতে এড়িয়ে চলবেন যেসব খাবার

বিজ্ঞাপন

আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার। হজম প্রক্রিয়া ঠিক রাখা থেকে শুরু করে শরীরের ক্ষতিকর বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার মতো বহু জরুরি কাজ লিভার করে থাকে। কিন্তু অনিয়ন্ত্রিত জীবনযাপন ও ভুল খাদ্যাভ্যাসের কারণে বর্তমানে ফ্যাটি লিভার ও সিরোসিসের মতো রোগ আশঙ্কাজনক হারে বাড়ছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, লিভারের সমস্যা অনেক সময় গুরুতর পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত কোনো লক্ষণ দেখা যায় না। তাই আগেভাগেই সতর্ক হওয়া জরুরি। লিভার সুস্থ রাখতে এখনই খাদ্যতালিকা থেকে ৩ ধরনের ক্ষতিকর খাবার বাদ দেওয়া প্রয়োজন।

১. অতিরিক্ত চিনি ও মিষ্টি খাবার

চিনি শুধু ওজন বাড়ায় না, লিভারের জন্যও বড় ক্ষতির কারণ হতে পারে। চিনিতে থাকা ফ্রুক্টোজ লিভারে প্রক্রিয়াজাত হয়। কিন্তু নিয়মিত অতিরিক্ত মিষ্টি, কোমল পানীয়, ক্যান্ডি বা সোডা খেলে লিভার সেই অতিরিক্ত ফ্রুক্টোজকে চর্বিতে রূপান্তর করে। এর ফলে লিভারে মেদ জমে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ঝুঁকি বেড়ে যায়।

২. ভাজাপোড়া ও চর্বিযুক্ত খাবার

বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা অতিরিক্ত তেলে ভাজা খাবারে ট্রান্স ফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে। এসব চর্বি হজম করতে লিভারকে অতিরিক্ত চাপ নিতে হয়। নিয়মিত এ ধরনের খাবার খেলে লিভারে প্রদাহ তৈরি হয়, যা ধীরে ধীরে লিভারের কোষ নষ্ট করে দিতে পারে।

৩. প্যাকেটজাত ও অতিরিক্ত প্রসেসড খাবার

চিপস, ইন্সট্যান্ট নুডলস বা ফ্রোজেন খাবারে অতিরিক্ত লবণ, কৃত্রিম রং ও সংরক্ষণকারী উপাদান থাকে। বেশি লবণ শরীরে পানির ভারসাম্য নষ্ট করে এবং লিভারে ক্ষত সৃষ্টি করতে পারে। পাশাপাশি এসব কেমিক্যাল লিভারের প্রাকৃতিক ডিটক্স প্রক্রিয়াকে দুর্বল করে দেয়।

লিভার সুস্থ রাখার কিছু সহজ উপায়

  • পর্যাপ্ত পানি পান করুন: শরীর থেকে টক্সিন বের করতে পানি অত্যন্ত জরুরি।
  • সবুজ শাকসবজি খান: পালং শাক, ব্রকলি ও তেতো সবজি লিভারের কার্যক্ষমতা বাড়ায়।
  • রসুন ও হলুদ ব্যবহার করুন: রসুনের সালফার ও হলুদের কারকিউমিন লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে।

লিভারের একটি বিশেষ ক্ষমতা হলো এটি নিজেই ক্ষতি কাটিয়ে উঠতে পারে। তাই আজ থেকেই ক্ষতিকর খাবার পরিহার করলে লিভার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার