সরকারিভাবে বাংলাদেশি কর্মী নেবে যে দেশ, দেবে বিমান ভাড়াও
চাকরি ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ এএম
বাংলাদেশি নারী কর্মীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে জর্ডানের সুপরিচিত প্রতিষ্ঠান তাস্কার অ্যাপারেল। রাষ্ট্রীয় সংস্থা বোয়েসেল -এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ৩০০ জন মহিলা পোশাককর্মী নিয়োগ দেবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—নিয়োগপ্রাপ্তদের যাওয়া-আসার বিমান ভাড়াও কোম্পানিই বহন করবে।
তাস্কার অ্যাপারেল মেশিন অপারেটর পদে দক্ষ নারী কর্মী নিচ্ছে। নির্বাচিতদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১,৩১১ টাকা। কর্মীদের জন্য বিনামূল্যে আবাসন, প্রতিদিন তিন বেলা খাবার এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধাও থাকবে। জর্ডানে কাজ শুরুর ক্ষেত্রে যেন আর্থিক ঝামেলায় পড়তে না হয়, সে কারণেই ভ্রমণ ব্যয়সহ সব ব্যবস্থা কোম্পানি নিজেই করছে।
আবেদনকারীদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং পোশাক কারখানায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে প্লেইন মেশিন ও ওভারলক মেশিন চালনায় দক্ষতা আবশ্যক। প্রতিদিন আট ঘণ্টা এবং সপ্তাহে ছয় দিন কাজের পাশাপাশি অতিরিক্ত সময় কাজ করলে ওভারটাইম সুবিধাও পাওয়া যাবে।
প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তি করা হবে। কাজের দক্ষতা ও নিয়ম মেনে চলার ভিত্তিতে এই চুক্তি ভবিষ্যতে নবায়নের সুযোগ থাকবে। জর্ডানের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধাও প্রযোজ্য হবে।তবে যেসব নারীর বিরুদ্ধে বাংলাদেশ বা জর্ডানের আদালতে কোনো মামলা রয়েছে, অথবা যারা আগে জর্ডান থেকে ফেরত এসেছেন—তাদের এই নিয়োগে আবেদন না করার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনকারীদের অবশ্যই কমপক্ষে দুই ধরনের মেশিন পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
এই নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশের নারী শ্রমিকদের বৈদেশিক কর্মসংস্থানের নতুন একটি সম্ভাবনা তৈরি করছে। যোগ্য আবেদনকারীদের জন্য এটি হতে পারে জীবনে পরিবর্তন আনার চমৎকার সুযোগ।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন