সারাবছর সবচেয়ে বেশি কোন ভিডিও দেখেছেন ইউটিউবে, জানুন এক ক্লিকে
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পিএম
বছর শেষে এসে অনেকেই নিজের অর্জন, প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে ভাবতে শুরু করেন। তবে শুধুই অভিজ্ঞতা নয়, সারাবছর ইউটিউবে কী দেখলেন বা শুনলেন তাও কি জানা যায়? অবশ্যই যায়। প্রতি বছরের মতো এবারও ইউটিউব নিয়ে এসেছে ইউটিউব রিক্যাপ, যেখানে আপনার বছরজুড়ে দেখা ভিডিও, পছন্দের ক্রিয়েটর, সবচেয়ে বেশি দেখা কনটেন্টসহ নানা তথ্য এক নজরে দেখা যাবে।
ইউটিউব এখন দৈনন্দিন জীবনের সঙ্গী। অফিসে যাওয়া-আসার সময়, রান্নার ফাঁকে, মন খারাপের দিনে কিংবা বিনোদনের খোঁজে ইউটিউবেই ভরসা করেন প্রায় সবাই। সারা বছরের সেই অভ্যাসকে সাজিয়ে দিচ্ছে রিক্যাপ ফিচার। এতে মোট ১২টি কার্ড থাকবে, যেখানে দেখানো হবে বছরের সবচেয়ে বেশি দেখা ভিডিও ক্যাটাগরি, আপনার প্রিয় ক্রিয়েটর, নিয়মিত দেখা কনটেন্টসহ আরও অনেক কিছু। শুধু দেখা নয়, রিক্যাপ চাইলে সেভ, পোস্ট বা শেয়ারও করা যায়।
শুধু ভিডিও রিক্যাপেই থেমে নেই ইউটিউব। আলাদাভাবে এসেছে ইউটিউব মিউজিক রিক্যাপ, যাতে দেখা যাবে আপনি সারাবছরে মোট কত ঘণ্টা গান শুনেছেন, কোন গান সবচেয়ে বেশি প্লে করেছেন, কোন শিল্পী বা দেশের গান শুনেছেন বেশি সবই পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। এই ফিচার অনেকের মুখেই হাসি ফুটিয়ে দেয়, কারণ এতে ফিরে আসে সারাবছরের সঙ্গীতময় স্মৃতি।
সব মিলিয়ে ইউটিউব রিক্যাপ হলো বছরশেষের এক বিশেষ ফিচার, যা আপনাকে এক ঝলকে দেখায় আপনার রুচি, পছন্দ এবং বিনোদনের ধরন। এখনই দেখে নিন আপনার ব্যক্তিগত ইউটিউব রিক্যাপ এবং জেনে নিন বছরভর কী কী ছিল আপনার পছন্দের তালিকার শীর্ষে। চাইলে এই রিক্যাপ সেভ, পোস্ট ও শেয়ারও করতে পারবে।
আরও পড়ুনইউটিউবে পছন্দের ভিডিও খুঁজে পাওয়া আরও সহজ হবেএবার কনটেন্টের ওপর কড়া নজর রাখবে ইউটিউব
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া