Logo
Logo
×

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে না ঢুকেই অন্যদের পাঠানো মেসেজ পড়বেন যেভাবে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম

হোয়াটসঅ্যাপে না ঢুকেই অন্যদের পাঠানো মেসেজ পড়বেন যেভাবে

দৈনন্দিন জীবনে অনেকেই আমরা নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। তবে কাজের চাপ বা সময়ের অভাবে সব মেসেজ তাৎক্ষণিকভাবে দেখা সম্ভব হয় না, ফলে গুরুত্বপূর্ণ তথ্য হাতছাড়া হয়ে যেতে পারে বা বিভিন্ন সমস্যাও তৈরি করতে পারে। তবে হোয়াটসঅ্যাপ না খুলেও মেসেজ পড়ার কিছু সহজ উপায় রয়েছে।

স্মার্টফোনে নতুন মেসেজ এলে নোটিফিকেশন প্যানেলে তার অংশবিশেষ দেখা যায়। তাই অ্যাপ না খুলেও নোটিফিকেশন টেনে নামালে মেসেজের মূল বিষয়বস্তু দেখা যায়। অনেক সময় লক স্ক্রিনেও মেসেজের প্রিভিউ দেখা যায়। এজন্য ফোনের সেটিংসে গিয়ে নোটিফিকেশনে হোয়াটসঅ্যাপ নির্বাচন করে ‘শো প্রিভিউ’ চালু করতে হয়।

আরও পড়ুন
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে হোম স্ক্রিনে হোয়াটসঅ্যাপ উইজেট যুক্ত করতে পারেন, যা অ্যাপ না খুলেও সাম্প্রতিক মেসেজ দেখার সুবিধা দেয়। এছাড়া স্মার্ট ঘড়ি ব্যবহারকারীরাও ঘড়ির স্ক্রিনে মেসেজ পড়তে পারেন, তবে এর জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আগে থেকেই ঘড়ির সঙ্গে যুক্ত থাকতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার