Logo
Logo
×

তথ্যপ্রযুক্তি

গুগলের নতুন ফিচার, কর্মীদের ফোনের মেসেজ দেখতে পারবেন বস

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম

গুগলের নতুন ফিচার, কর্মীদের ফোনের মেসেজ দেখতে পারবেন বস

কর্মীদের কর্মস্থলের অ্যান্ড্রয়েড ফোনগুলো এখন আর আগের মতো ব্যক্তিগত থাকছে না। সম্প্রতি গুগল এমনই একটি নতুন ফিচার এনেছে, যার মাধ্যমে কর্মীকে দেওয়া অ্যান্ড্রয়েড ডিভাইসে আদান-প্রদান করা সব ধরনের টেক্সট বার্তা—এসএমএস থেকে শুরু করে অত্যাধুনিক আরসিএস কথোপকথন পর্যন্ত—নিয়োগদাতা প্রতিষ্ঠান সংরক্ষণ ও পর্যালোচনা করতে পারবে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এটি কাজের পরিবেশ এবং ব্যক্তিগত গোপনীয়তার ধারণাকে সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল। খবর এনডিটিভির।

‘অ্যান্ড্রয়েড আরসিএস আর্কাইভাল’ নামে পরিচিত এই নতুন ফিচারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের ডিভাইসে থাকা গুগল মেসেজেসে থার্ড-পার্টি আর্কাইভিং অ্যাপ্লিকেশন যুক্ত করতে পারবে। অ্যান্ড্রয়েড অথরিটি এই তথ্য নিশ্চিত করেছে।

গুগলের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার ইয়ান মারসানাই এক ব্লগপোস্টে জানান, এই সমাধানটি থার্ড-পার্টি আর্কাইভাল অ্যাপগুলোকে কর্মস্থলের ডিভাইসে থাকা গুগল মেসেজেসের সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে।

এই ফিচারের মাধ্যমে নিয়োগকর্তাদের নিয়ন্ত্রণ ক্ষমতা বহুগুণ বাড়ছে। মারসানাই আরও বলেন, যখন কোনো ডিভাইস পুরোপুরি প্রতিষ্ঠান-নিয়ন্ত্রিত থাকে এবং আইটি টিম সেই ডিভাইসটি কনফিগার করে, তখন আর্কাইভিং অ্যাপটি প্রতিটি বার্তার বিষয়ে অবহিত হয়।

শুধু বার্তা পাঠানো বা গ্রহণের সময়ই নয়, কোনো বার্তা সম্পাদনা করা বা মুছে ফেলা হলেও আর্কাইভিং অ্যাপকে তা জানিয়ে দেওয়া হবে। এরপর আর্কাইভিং অ্যাপ সেই বার্তার তথ্য পড়ে এবং তা প্রতিষ্ঠানের আইটি বিভাগকে সরবরাহ করে।

অর্থাৎ, নিয়োগকর্তারা এখন থেকে কর্মীদের টেক্সট মেসেজগুলো—এমনকি যেগুলো সম্পাদনা বা মুছে ফেলা হয়েছে—সেগুলোও আইনগত বাধ্যবাধকতা এবং নিয়ন্ত্রক সম্মতি নিশ্চিত করতে সংরক্ষণ করে রাখতে পারবেন।

কর্মীরা সাধারণত টেক্সট মেসেজিংকে ইমেইল আদান-প্রদানের চেয়ে ভিন্ন মনে করতেন। এন্ড-টু-এন্ড এনক্রিপশনের ধারণার কারণে তারা মনে করতেন, কর্মস্থলের ফোনেও তাদের টেক্সট মেসেজগুলো নিরাপদ।

সেক্ষেত্রে এখন তাদের জানা প্রয়োজন, অফিসের ফোনে পাঠানো তাদের টেক্সট বার্তা আর ব্যক্তিগত থাকছে না। নিয়োগকর্তারা এসব বার্তায় প্রবেশাধিকার পাচ্ছেন, যার মধ্যে ব্যক্তিগত কথোপকথন বা সংবেদনশীল তথ্যও থাকতে পারে। তবে এই ফিচারটি শুধুমাত্র প্রতিষ্ঠান-পরিচালিত ডিভাইসগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং ব্যক্তিগত ফোন বা আলাদা ওয়ার্ক প্রোফাইলযুক্ত ডিভাইসগুলোর ওপর কোনো প্রভাব ফেলবে না। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো অন্যান্য মেসেজিং অ্যাপ এই আপডেটের আওতায় পড়ছে না।

গুগলের ভাষ্যমতে, এই আপডেটটি মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে নিয়মকানুন মেনে চলা এবং আইনি তদন্তসংক্রান্ত অনুরোধের সাড়া দিতে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। অর্থ ও স্বাস্থ্যসেবা খাতের মতো কিছু শিল্পে কর্মীদের যোগাযোগের রেকর্ড সংরক্ষণ বাধ্যতামূলক।

গুগল আরও নিশ্চিত করেছে, এই নির্ভরযোগ্য বার্তা-সংরক্ষণ সমাধানটি এসএমএস ও এমএমএস বার্তার সঙ্গেও কাজ করবে এবং আর্কাইভাল সুবিধাটি সক্রিয় থাকলে কর্মীরা তাদের ডিভাইসে একটি স্পষ্ট নোটিফিকেশন দেখতে পাবেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার