Logo
Logo
×

তথ্যপ্রযুক্তি

হাতের লেখা হুবহু নকল, সম্পাদনায় পুরোনো ছবি হবে নতুন— কীভাবে করবেন

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ এএম

হাতের লেখা হুবহু নকল, সম্পাদনায় পুরোনো ছবি হবে নতুন— কীভাবে করবেন

ছোটবেলায় আমরা প্রায়ই অঙ্কে আটকে যেতাম। অন্য বিষয়ের প্রশ্নে সঙ্গে সঙ্গে উত্তর দিতাম, কিন্তু অঙ্ক কষতে দিলে মুখ কাঁচুমাচু হয়ে যেত। তখন ইন্টারনেটও সহজলভ্য ছিল না, তাই সমস্যার সমাধান খুঁজতে গুগলের সাহায্য নেওয়ার সুযোগও ছিল না। তবে এখন সেই সময় অতীত। জেমিনি বা চ্যাটজিপিটির মতো এআই চ্যাটবটের মাধ্যমে অঙ্কের যেকোনো সমস্যা কয়েক সেকেন্ডেই সমাধান করা সম্ভব।

সম্প্রতি Gemini 3 Pro-এর ওপর ভিত্তি করে লঞ্চ হওয়া ন্যানো ব্যানানা প্রো-এর কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এই AI মডেলের মাধ্যমে হাতের লেখা অঙ্ক সমাধানের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

ভারতের ওই ব্যক্তি তার হাতে লেখা একটি গণিতের সমস্যা Gemini অ্যাপে আপলোড করে পরীক্ষা করেন। অবাক করার বিষয় হলো, Nano Banana Pro AI টুলটি পুরোপুরি নির্ভুল উত্তর দেওয়ার পাশাপাশি তার হাতের লেখা হুবহু নকল করে সাদা কাগজের মতো পৃষ্ঠায় অঙ্কের সমাধান উপস্থাপন করেছে। তিনি X প্ল্যাটফর্মে মূল প্রশ্ন এবং AI-এর উত্তর একইসাথে পোস্ট করেছেন, যেখানে দুই লেখার মধ্যে কোনো তফাৎ ছিল না।

নিচে গণিতের সমস্যা সমাধানে এই প্রম্পটগুলো ব্যবহার করতে পারেন। 

Basic Prompt: ‘Create a clear image of a math problem being solved in neat, legible handwriting. The problem is to find the derivative of $f(x) = x^3 + 2x - 5$. Show all the steps clearly, with the final answer boxed.’

Advanced Prompt: ‘Generate a photo-realistic image of a sheet of graph paper with a complex algebra problem solved on it. The problem is to solve for $x$ in the equation $\log_2(x-1) + \log_2(x+1) = 3$. The solution should be written in messy, hurried student's handwriting using a blue pen, with cross-outs and a final, correct answer circled.’

Professional Prompt: ‘Generate an image of a whiteboard with a calculus problem solved on it. The problem is to calculate the area under the curve $y=4x-x^2$ from $x=0$ to $x=4$. The solution should be written in elegant, stylized script handwriting using a black marker. Include a small, simple hand-drawn diagram next to the problem showing the graph and the shaded area.’

এছাড়াও পুরোনো, বিবর্ণ বা প্রায় নষ্ট হয়ে যাওয়া ছবিও স্মৃতিকাতরতা তৈরি করে। ছবির হলদে রং, ভাঁজের দাগ, ক্ষীণ হয়ে আসা প্রান্ত বা আঁচড়ের চিহ্ন সবই একেকটি স্মৃতির অংশ। দীর্ঘদিন ধরে এসব ছবির মান উন্নয়ন করা ছিল সময়সাপেক্ষ ও জটিল কাজ। সম্প্রতি বাজারে আসা গুগলের ন্যানো বানানা প্রো এআই মডেলে সঠিক প্রম্পট ব্যবহার করে কম পরিশ্রমে পুরোনো ছবি নতুন রূপে ফিরিয়ে আনা সম্ভব।

General Prompt : ‘Restore this old photograph with natural colors, clean details, and accurate lighting. Remove scratches, stains, and noise while keeping the original style.’

Portrait Reconstruction Prompt : ‘Reconstruct the face gently, retain natural skin texture, preserve original expressions, and repair damaged areas without over-smoothing.’

Color Correction Prompt : ‘Neutralize yellow tint, improve contrast, balance highlights and shadows, and restore film-like tones.’

Severely Damaged Photo Prompt : ‘Rebuild missing or torn sections, reconstruct textures, recover facial features accurately, and maintain the vintage feel of the image.’

ছবির স্বকীয়তা বা আসল অনুভূতি বজায় রাখতে যেসব বিষয় মানতে হবে—

পুরোনো ছবি ঠিকঠাক করতে গেলে অনেক সময় অতিরিক্ত সম্পাদনায় ছবি কৃত্রিম দেখায়। তাই ভালো মান বজায় রাখতে নিচের বিষয়গুলো খেয়াল রাখা জরুরি।

১. কিছুটা গ্রেইন রেখে দিন

পুরোনো ছবিতে হালকা গ্রেইন থাকে—এটাই তাদের স্বাভাবিক বৈশিষ্ট্য। সব গ্রেইন তুলে দিলে ছবি অস্বাভাবিকভাবে পরিষ্কার লাগে, যা ঠিক দেখায় না।

২. ছবির আসল রঙের ধরন ব্যবহার করুন

অনেক পুরোনো ছবির নির্দিষ্ট রঙের ধরন থাকে। তাই সেই সময়কার অনুরূপ ছবি দেখে রঙ ঠিক করলে ফলটি আরও স্বাভাবিক দেখায়।

৩. আলো-ছায়া অতি বেশি বদলাবেন না

ছবির শ্যাডো বা ছায়া ছবির গভীরতা ধরে রাখে। এগুলো বেশি পরিবর্তন করলে ছবি ফ্ল্যাট বা চ্যাপ্টা দেখায়। তাই শুধু নষ্ট হওয়া অংশ ঠিক করুন, আর বাকি আলো-ছায়া যতটা সম্ভব স্বাভাবিক রাখুন।

প্রসঙ্গত, ন্যানো ব্যানানা প্রো গুগলের সবচেয়ে উন্নত AI ছবি তৈরি ও এডিট করার মডেল। এটি ব্যবহারের জন্য কোনও এডিটিং দক্ষতার প্রয়োজন নেই, ঠিকমতো প্রম্পট বা নির্দেশ লিখলেই কাজ হাসিল। মডেলটি 2K ও 4K রেজোলিউশনে ছবি বানাতে পারে। প্রতিটি ছবি আসল ও জীবন্ত মনে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার