Logo
Logo
×

তথ্যপ্রযুক্তি

স্যামসাংয়ের ৩ ভাঁজের নতুন ফোন বাজারে, জানুন কী কী থাকছে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম

স্যামসাংয়ের ৩ ভাঁজের নতুন ফোন বাজারে, জানুন কী কী থাকছে

স্যামসাং আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড মোবাইল ফোন। যা ট্রাই-ফোল্ড (তিনভাঁজ) স্মার্টফোন বাজারে কোম্পানির প্রথম পদক্ষেপ। ১০ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে ও শক্তিশালী হার্ডওয়্যারসহ এই ডিভাইসটি ফোল্ডেবল ফরম্যাটে ডেস্কটপ-স্তরের সুবিধা দেবে।

ডিসেম্বরে কোরিয়ায় বাজারে আসছে এই ডিভাইস; যুক্তরাষ্ট্রে এর উন্মোচন হবে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে।

ডিজাইন ও ডিসপ্লে

গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড পুরোপুরি খোলা অবস্থায় পুরুত্ব ১২.৯ মিমি এবং ভাঁজের সবচেয়ে পাতলা অংশে মাত্র ৩.৯ মিমি। ওজন ৩০৯ গ্রাম। আগের ট্রাই-ফোল্ড ধারণার মতো অ্যাকর্ডিয়ন-স্টাইল নয়; বরং এটি দু’বার ভাঁজ খুলে বড় ডিসপ্লে তৈরি করে।

বাইরের দিকে থাকা কেন্দ্রীয় প্যানেলটি ৬.৫ ইঞ্চির কভার ডিসপ্লে হিসেবে কাজ করে, আর ভেতরের ১০ ইঞ্চির বড় মূল প্যানেল একসঙ্গে পাঁচটি অ্যাপ চালানোর সুযোগ দেয়— যা মোবাইলে ‘ডেস্কটপ-সদৃশ’ মাল্টিটাস্কিং অভিজ্ঞতা তৈরি করে।

পারফরম্যান্স ও শক্তি

ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট ফর গ্যালাক্সি চিপসেট এবং ১৬ জিবি র্যাম— যা ভারী মাল্টিটাস্কিং ও হাই-এন্ড অ্যাপ চালাতে মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করবে।

বড় ভেতরের ডিসপ্লের বিদ্যুতের চাহিদা মেটাতে ফোনটিতে রয়েছে ৫,৬০০ এমএএইচ ক্ষমতার ট্রিপল-সেল ব্যাটারি।

ক্যামেরা সক্ষমতা

স্যামসাং ট্রাইফোল্ড–এ যুক্ত করেছে ২০০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ৩ গুণ অপটিক্যাল জুমসহ ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ১২ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা। ফোল্ডেবল ফোনের দুর্বল ক্যামেরা নিয়ে সমালোচকদের জবাব দিতেই এ শক্তিশালী ক্যামেরা সিস্টেম যুক্ত করা হয়েছে। 

আরও পড়ুন
উপলভ্যতা ও মূল্য

গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড কোরিয়ায় লঞ্চ হবে ১২ ডিসেম্বর। এরপর ধীরে ধীরে চীন, তাইওয়ান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে ২০২৬ সালের শুরুতে উন্মোচিত হবে।

কোরিয়ায় ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৩,৫৯০,৪০০ উন (প্রায় ২,৪৫০ ডলার)। যুক্তরাষ্ট্রে দাম হবে প্রায় ২,৫০০ ডলার।

উচ্চমূল্যের এই ফোনের সঙ্গে স্যামসাং দিচ্ছে— একটি কেস, ৪৫ ওয়াট চার্জার, একবারের জন্য ৫০% ছাড়ে স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা এবং ৬ মাসের গুগল এআই প্রো সাবস্ক্রিপশন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার