দীর্ঘদিন ধরে আইফোন ব্যবহারকারীদের জন্য এয়ারড্রপ ছিল দ্রুত ফাইল শেয়ারিংয়ের একচেটিয়া সুবিধা। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য কুইক শেয়ার থাকলেও দুই ভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে ফাইল বিনিময়ে বরাবরই সীমাবদ্ধতা ছিল, দেখা যেত বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা। এবার সেই সীমা ভেঙে দিল গুগল।
প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে—এখন থেকে অ্যান্ড্রয়েড ফোন থেকেই সরাসরি আইফোন, আইপ্যাড ও ম্যাক ডিভাইসে এয়ারড্রপ ব্যবহার করে ফাইল পাঠানো সম্ভব হবে। প্রথমে এই সুবিধা মিলবে পিক্সেল ১০ সিরিজে, পরে অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসেও এটি যুক্ত হবে।
অনেকে ধরে নিয়েছিলেন, অ্যাপল ও গুগলের যৌথ উদ্যোগে এমন সুবিধা এসেছে। তবে গুগল স্পষ্ট জানিয়েছে—এটি পুরোপুরি তাদের নিজস্ব প্রযুক্তি, অ্যাপলের কোনো সহযোগিতা এতে নেই। গুগলের এক মুখপাত্রের ভাষ্যে, এটি কোনো ধরনের বিকল্প কৌশল নয়; পুরো সিস্টেমই তারা শূন্য থেকে তৈরি করেছে। ভবিষ্যতে অ্যাপল আগ্রহী হলে সহযোগিতার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
যদি পিক্সেল ১০ ব্যবহারকারী কোনো আইফোনে ফাইল পাঠাতে চান—
> প্রথমে আইফোনে এয়ারড্রপ ‘Everyone’ মোডে চালু করতে হবে।
> এরপর পিক্সেলে কুইক শেয়ার অন করলে আইফোনটি দৃশ্যমান হবে।
> সেখান থেকেই ছবি, ভিডিও বা ডকুমেন্টসহ যেকোনো ফাইল পাঠানো যাবে।
> একই উপায়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীও আইফোন থেকে ফাইল গ্রহণ করতে পারবেন।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে গুগল জানায়—এতে কোনো ঝুঁকি নেই। এটি ডিভাইস-টু-ডিভাইস সরাসরি সংযোগ ব্যবহার করে, ফলে কোনো তথ্য সার্ভারে সংরক্ষিত হয় না বা নজরদারির সুযোগ থাকে না। পুরো সিস্টেমই বহু পর্যায়ের পর্যালোচনা ও পরীক্ষার মাধ্যমে তৈরি করা হয়েছে।
সূত্র - টেক ক্রাঞ্চ