Logo
Logo
×

তথ্যপ্রযুক্তি

দুর্যোগের সময় নিজেকে ফেসবুকে ‘নিরাপদ’ হিসেবে চিহ্নিত করার উপায়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৪:২১ এএম

দুর্যোগের সময় নিজেকে ফেসবুকে ‘নিরাপদ’ হিসেবে চিহ্নিত করার উপায়

ফেসবুকে কোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা বা সংকট পরিস্থিতির সময় আপনার বন্ধু–পরিবারকে জানাতে চাইলে প্ল্যাটফর্মের ‘সেফটি চেক’ ফিচারটি ব্যবহার করতে পারেন। এটি জানিয়ে দেয় যে আপনি ঐ ঘটনার সময় নিরাপদ আছেন।

ফেসবুকে নিজেকে নিরাপদ হিসেবে চিহ্নিত করার ধাপগুলো:

ফেসবুকে লগইন করুন

আপনার মোবাইল অ্যাপ বা ব্রাউজার থেকে অ্যাকাউন্টে প্রবেশ করুন।

“Crisis Response” বিভাগে যান

মেনুতে গিয়ে “Crisis Response” বা “সংকট প্রতিক্রিয়া” অপশনটি নির্বাচন করুন।

যে নির্দিষ্ট সংকটটি ঘটেছে সেটি নির্বাচন করুন

সেখানে বিভিন্ন দুর্যোগ বা ঘটনার তালিকা থাকবে। আপনি যে ঘটনাটি খুঁজছেন সেটির পেইজে যান।

“Safety Check” খুঁজে বের করুন

সংকটের পৃষ্ঠার উপরের দিকে “Safety Check” বা “নিরাপত্তা যাচাই” অপশনটি দেখতে পাবেন।

নিজেকে ‘নিরাপদ’ হিসেবে চিহ্নিত করুন

“I’m Safe” বা “আমি নিরাপদ” বোতামে চাপ দিলেই আপনার স্ট্যাটাস আপডেট হয়ে সবাই জানতে পারবে যে আপনি নিরাপদ আছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার