Logo
Logo
×

তথ্যপ্রযুক্তি

মোবাইল ফোনে ভূমিকম্পের অ্যালার্ট চালু করার উপায়

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৪:১৬ এএম

মোবাইল ফোনে ভূমিকম্পের অ্যালার্ট চালু করার উপায়

ভূমিকম্প ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। আগেভাগে এই দুর্যোগের আভাস পেলে সতর্ক হওয়া যায়। এতে করে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কম হয়। স্মার্টফোনে ফোনে এই অ্যালার্ট পাওয়া সম্ভব। জানুন কীভাবে এই ফিচার চালু করবেন। 

ছোট্ট একটি সেটিংস বদলালেই ফোনে চালু হয়ে যাবে ভূমিকম্প অ্যালার্ট। অ্যানড্রয়েড ছাড়াও আইফোনেও এই অ্যালার্ট সেট করতে পারবেন। সম্প্রতি জাপানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। প্রাকৃতিক বিপর্যয়ের মুখে সুন্দর এই দেশটি। এই ধরনের বিপর্যয়ের সংকেত আগে ভাগে পেতে অবশ্যই ফোনে ভূমিকম্প অ্যালার্ট করে রাখুন, ধাপে ধাপে জেনে নিন পুরো পদ্ধতি।

ভূমিকম্প অ্যালার্টের সুবিধা

-ভূমিকম্পের কিছুক্ষণ আগেই অ্যালার্ট পেয়ে যাবেন।

-আশপাশের মানুষজনকে সতর্ক করতে পারবেন।

-অ্যানড্রয়েড ও আইফোন দুই ডিভাইসেই সেট করা যাবে অ্যালার্ট সিস্টেম।

ফোনে ভূমিকম্প অ্যালার্ট চালু করার উপায়

ভূমিকম্পের কিছুক্ষণ আগেই ফোনে অ্যালার্ট বাজতে শুরু করে। যার ফলে সতর্ক থাকার সময় পাওয়া যায়। সম্প্রতি অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ভূমিকম্প অ্যালার্ট সিস্টেম এনেছে গুগল, কী ভাবে ব্যবহার করবেন জেনে নিন।

অ্যানড্রয়েড ফোনে যেভাবে ভূমিকম্পের অ্যালার্ট পাবেন

এই অ্যালার্ট পেতে অ্যানড্রয়েড ৫ বা তার বেশি অপারেটিং সিস্টেম থাকতে হবে ফোনে।

ওয়াইফাই অথবা সেলুলার ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে।

ফোনের লোকেশন অন রাখতে হবে, যার মাধ্যমে ওই ডিভাইসের লোকেশন শনাক্ত করতে পারবে গুগল।

এবার ফোনের সেটিংসে যান, সেখানে গিয়ে ‘Safety and Emergency’ সার্চ করুন।

এখানে ‘Earthquake Alert’ অপশন থাকবে সেটি অন করে দিতে হবে।

এভাবে অ্যানড্রয়েড ফোনে ভূমিকম্প অ্যালার্ট সিস্টেম চালু হয়ে যাবে।

আইফোনে ভূমিকম্প অ্যালার্ট পাবেন যেভাবে

আবহাওয়া দফতরের তথ্যের উপর ভিত্তি করে ভূমিকম্প অ্যালার্ট পাঠিয়ে থাকে অ্যাপেল

এই ফিচার চালু করার জন্য আইফোনের সেটিংসে যান।

সেখানে নোটিফিকেশন অপশনে ক্লিক করুন।

এবার ইমার্জেন্সি অ্যালার্ট অন করে দিন।

এভাবে কোনও প্রাকৃতিক বিপর্যয় এলেই ফোনে সাইরেন বাজতে থাকবে।

এই অ্যালার্ট সিস্টেম অন রাখা ভীষণ জরুরি, বিশেষ করে যারা উপকূলবর্তী অঞ্চলগুলোতে থাকেন। এই অ্যালার্টের মাধ্যমে নিরাপদ জায়গাতে যাওয়ার বা আশেপাশের সবাইকে সতর্ক করার সময় পাবেন।

বাড়ির সকল সদস্যের স্মার্টফোনে অবশ্যই ভূমিকম্প এলার্ট অন করে রাখুন। তবে এই অ্যালার্ট অন করার আগে উপরোক্ত বিষয়গুলো মেনে চলতে হবে। যেমন লোকেশন এবং ইন্টারনেট। যা না থাকলে ডিভাইস শনাক্ত করতে পারবে না গুগল এবং অ্যাপেল। পাশাপাশি ভূমিকম্পের সঠিক নোটিফিকেশনও পৌঁছাবে না আপনার কাছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার