Logo
Logo
×

তথ্যপ্রযুক্তি

টেকনো মোবাইলে বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক পত্নী

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম

টেকনো মোবাইলে বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক পত্নী

বগুড়া জেলার কালবেলা ও আনন্দ টিভির করেসপন্ডেন্ট বাঁধন কর্মকার কৃষ্ণের বাসায় টেকনো ব্র্যান্ডের কেমন ১৬ মডেলের একটি মোবাইল ফোন বিস্ফোরিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বগুড়ার শেরপুরে তার নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্টও করেছেন।

বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে সাংবাদিক বাঁধন কর্মকার জানান, এই ফোনটি দীর্ঘদিন ধরে নিউজের কাজে ব্যবহার করতাম। সংবাদ সংগ্রহের জন্য ফুটেজ নিতাম। গতকাল আমার স্ত্রী ফোনটি চার্জে দিয়ে ফোনটি বিছানায় রেখে দিয়েছিলেন। এর ২০ মিনিটের মধ্যেই হঠাৎ ফোনটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে নতুন খাটের অংশবিশেষ এবং বিছানার চাদর পুড়ে যায়।

বাঁধন কর্মকার জানান, মোবাইলটা বাসায় রেখে গেছিলাম। হঠাৎ বিস্ফোরণে আগুন ধরে যায়। আমার ওয়াইফ অল্পের জন্যে বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছে।

উল্লেখ্য, এর আগেও কুড়িগ্রাম সদর উপজেলায় আরেকটি বিস্ফোরণে দগ্ধ হয়েছেন পলাশ ইসলাম নামের এক যুবক। গত ১৬ অক্টোব ভোগডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ ও তার ভাই মাহমুদুন্নবী মারুফ ব্যক্তিগত কাজে বাইরে ছিলেন। এসময় মারুফের পকেটে থাকা টেকনো স্পার্ক ৪০ প্রো ফোনটি হঠাৎ অস্বাভাবিক গরম হয়ে ওঠে এবং কিছুক্ষণ পর বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পাশে দাঁড়িয়ে থাকা পলাশ ইসলামের উরুতে আগুনের ছিটে লেগে দগ্ধ হন।

দগ্ধ পলাশ বলেন, ফোনটা পকেটে ছিল। হঠাৎ গরম হয়ে যায়। একটু পরেই বিস্ফোরণ হয়, আর আগুন আমার পায়ে লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

ক্রমবর্ধমান এমন ঘটনায় টেকনো ব্র্যান্ডের মোবাইল ব্যবহারকারীদের মধ্যে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

বিশেষজ্ঞরা চার্জিং চলাকালীন মোবাইল বিছানায় রাখা, অত্যধিক গরম হওয়া কিংবা নকল চার্জার ব্যবহারের মতো ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার