Logo
Logo
×

তথ্যপ্রযুক্তি

গুগল অ্যাসিস্ট্যান্টকে বিদায় করে প্রযুক্তি কাঁপাচ্ছে ‘জেমিনি’

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০২:২০ পিএম

গুগল অ্যাসিস্ট্যান্টকে বিদায় করে প্রযুক্তি কাঁপাচ্ছে ‘জেমিনি’

পুরোনো ভয়েস-সহকারী গুগল অ্যাসিস্ট্যান্টকে বিদায় জানিয়ে দিয়েছে গুগল। আনুষ্ঠানিকভাবে সেটির জায়গা এখন নিয়ে নিচ্ছে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত সহকারী জেমিনি।

অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, গুগল এখন “Digital assistants from Google” নামের সেটিংস অপশনটি সরিয়ে দিচ্ছে। আগে ব্যবহারকারীরা চাইলে পুরোনো অ্যাসিস্ট্যান্টে ফিরে যেতে পারতেন, কিন্তু নতুন আপডেটের পর আর সেই সুযোগ থাকছে না। ফলে খুব শিগগিরই জেমিনিই হবে গুগলের একমাত্র এআই সহকারী।

গত এক বছরে জেমিনিকে কেন্দ্র করে গুগলের প্রস্তুতি ব্যাপকভাবে এগিয়েছে। ইতোমধ্যেই গুগল অ্যাসিস্ট্যান্টের বেশিরভাগ সুবিধা নতুন প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে- যেমন ভয়েস কমান্ড ব্যবহার, রিমাইন্ডার তৈরি, স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ, গান শোনা, কিংবা অনলাইন সার্চ করা। এসব এখন সবই জেমিনির মাধ্যমে করা সম্ভব।

আরও পড়ুন
তবে এখানেই থামছে না গুগল। প্রতিষ্ঠানটি জেমিনিকে আরও বুদ্ধিমান ও আকর্ষণীয় করতে নতুন ফিচার যোগ করছে। আসন্ন আপডেটে যুক্ত হতে পারে Processing Animation, যা অনুরোধ প্রক্রিয়াকরণের সময় বিশেষ ভিজ্যুয়াল ইফেক্ট দেখাবে। এছাড়া দীর্ঘ বার্তা বা প্রশ্নের ক্ষেত্রে Expand ও Collapse বোতাম যোগ হবে, যাতে ব্যবহারকারীরা সহজে বার্তা বড় করে বা গোপন করে দেখতে পারেন। আরও থাকবে Jump to Bottom নামের নতুন বোতাম, যা দিয়ে দ্রুত কথোপকথনের নিচের অংশে যাওয়া যাবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগলের এই পদক্ষেপ শুধুমাত্র সময়ের দাবি। কারণ জেমিনি শুধু একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট নয়- এটি গুগলের পরবর্তী প্রজন্মের এআই ইকোসিস্টেমের মূল কেন্দ্র। ব্যবহারকারীরা এখন টেক্সট, ভয়েস, ছবি ও ভিডিও সব মাধ্যমেই এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।

বিশেষজ্ঞরা আরও বলছেন, গুগল অ্যাসিস্ট্যান্টের তুলনায় জেমিনি অনেক বেশি দ্রুত, কার্যকর এবং প্রাসঙ্গিক উত্তর দিতে পারে। প্রসঙ্গ বুঝে স্বয়ংক্রিয়ভাবে উত্তর দেওয়ার ক্ষমতার কারণে এটি ভবিষ্যতে সার্চ ও স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা পুরোপুরি বদলে দেবে।

সুত্র- সামা

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার