Logo
Logo
×

তথ্যপ্রযুক্তি

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে করণীয়

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৩:০৩ পিএম

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে করণীয়
আজকাল প্রায়ই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর শোনা যায়। প্রযুক্তি ভালো বোঝেন এবং প্রয়োজনীয় সতর্কতাও গ্রহণ করেন—তবু অনেকে অ্যাকাউন্ট হারান। নিচে কিভাবে ঝুঁকি কমাবেন এবং যদি অ্যাকাউন্ট হ্যাক হয় তখন কী করবেন—সেগুলো ধাপে ধাপে তুলে ধরা হলো।

হ্যাকিং রোধের উপায়

  • ফিশিং লিংক থেকে সাবধান থাকুন। মেসেঞ্জারে কোনো লিংক পেয়ে যদি সেটি কেউ ‘ওএমজি, জানো কে মারা গেছে?’–রকম টেক্সট দিয়ে পাঠায় এবং আপনি ক্লিক করলে দেখতে পাবেন ফেসবুকের মতো একটি পেজ যা আবার লগইন চাইছে—তখন সতর্ক হন। অনেক সময় সেটি আসল ফেসবুক নয়; আপনি সেখানে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিলে সেটি হ্যাকারদেরও চলে যাবে।
  • ব্রাউজারের অ্যাড্রেস বার পরীক্ষা করুন। ফেসবুকে ব্রাউজার দিয়ে লগইন করলে ভালভাবে ইউআরএল  দেখুন—ঠিকানাটি অবশ্যই https://www.facebook.com দিয়ে শুরু হচ্ছে কিনা এবং ‘facebook’ বানান ঠিক আছে কিনা যাচাই করুন। হ্যাকাররা বিভ্রান্ত করার জন্য facebok, ffacebook, facbook ইত্যাদি ইউআরএল ব্যবহার করতে পারে। বিভ্রান্তি এড়াতে নিজেরাই ব্রাউজারে facebook.com লিখে ঢুকুন। মোবাইল অ্যাপে এই সমস্যা সাধারণত থাকে না।
  • থার্ড পার্টি অ্যাপ সাইট পর্যালোচনা করুন। নিয়মিত দেখতে হবে কোন কোন থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইটে আপনার ফেসবুকের মাধ্যমে অ্যাক্সেস আছে। সন্দেহজনক কিছু দেখলেই সেটি রিমুভ করে দিন এবং পাসওয়ার্ড বদলে ফেলুন।
  • পাসওয়ার্ড সংক্রান্ত সতর্কতা। সাধারণত যেই পাসওয়ার্ডটি কেউ জেনে ফেলে, সেটিই হ্যাকের মূল কারণ। একই পাসওয়ার্ড বিভিন্ন সাইটে ব্যবহার করবেন না। জটিল পাসওয়ার্ড (বড়হাতের অক্ষর, ছোটহাতের অক্ষর, সংখ্যা, বিশেষচিহ্ন) ব্যবহার করুন। পাসওয়ার্ড মনে রাখতে সমস্যা হলে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন।
অ্যাকাউন্ট হ্যাক হলে করণীয়

  • প্রাথমিক কাজ — পাসওয়ার্ড বদলান। যদি আপনি অ্যাকাউন্টে লগইন করে থাকতে পান, তাহলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করুন।
  • লগইন না করতে পারলে — পাসওয়ার্ড রিসেট। যদি লগইন করা না যায়, তবে পাসওয়ার্ড রিসেটের আবেদন করুন এবং আপনার ইমেইলে আসা নির্দেশনা অনুসরণ করে দ্রুত পাসওয়ার্ড বদলে ফেলুন।
  • ইমেল ঠিকানা পরিবর্তিত হয়ে গেলে। হ্যাকার যদি আপনার ফেসবুকের ইমেইল ঠিকানা বদলে দেয়, তবুও পুনরুদ্ধারের উপায় আছে—ফেসবুক সাধারণত আগের ইমেইলে বিশেষ একটি লিংক পাঠায়; সেক্ষেত্রে সেই লিংকে ক্লিক করে আগের ইমেইল পুনরুদ্ধার করা যায়।
  • সন্দেহজনক ডিভাইস থেকে লগআউট করুন। সিকিউরিটি সেটিংসে গিয়ে দেখুন কোন কোন ডিভাইস ও স্থানে আপনার অ্যাকাউন্টে লগইন হয়েছে; যেগুলো অপরিচিত বা সন্দেহজনক মনে হয় সেগুলো থেকে লগআউট করে দিন।
  • থার্ড পার্টি অ্যাপ রিমুভ করুন। কোন কোন অ্যাপ সাইটে আপনার ফেসবুক ব্যবহার করে লগইন করা আছে তা চেক করে অচেনা বা সন্দেহজনক অ্যাপগুলো রিমুভ করুন।
  •  ইমেইল যাচাই ও পাসওয়ার্ড পুনরায় বদলান। ফেসবুকের জেনারেল সেটিংসে গিয়ে অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত ইমেইল ঠিকানাটি যাচাই করুন; যদি আপনার জানা ছাড়া অন্য ইমেইল দেওয়া থাকে, তা মুছে দিন। এরপর আবার পাসওয়ার্ড পরিবর্তন করুন। পাসওয়ার্ড পরিবর্তনের সময় ‘লগ আউট অফ আদার ডিভাইস’ অপশনটি চালালে অন্যান্য ডিভাইস থেকেও লগআউট হয়ে যাবে।
অ্যাকাউন্ট পুনরুদ্ধার (যদি লগইন করা না যায়)

  • ‘ফাইন্ড মাই অ্যাকাউন্ট’ ব্যবহার করুন। কোনো কম্পিউটার বা মোবাইল ব্যবহার করুন—বেশি ভালো হবে যেটি আগে অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছিল। স্ক্রিনে আপনার অ্যাকাউন্ট খুঁজে বের করার অপশন আসবে; সেখানে ইমেইল, ফোন নম্বর বা নাম দিয়ে আপনার প্রোফাইল খুঁজে নিয়ে পাসওয়ার্ড রিসেট করুন।
  • বন্ধু ও পরিবারের সাহায্য নিন। পরিবার ও বন্ধুদের অ্যাকাউন্ট থেকেও আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা যেতে পারে—যদি প্রয়োজন হয়, প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুন।
  • প্রোফাইল থেকে ‘ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল’ অপশনে যেতে পারেন। কোনো কম্পিউটার থেকে আপনার প্রোফাইল খুলে কভার ফটোর নিচের ‘ডট ডট ডট’ চিহ্নে ক্লিক করে ‘ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল’ এ যান; ‘সমথিং এলস’ বাছাই করে ‘রিকাভার দিস অ্যাকাউন্ট’ সিলেক্ট করলে পরবর্তী ধাপগুলো দেখতে পারবেন।  
অন্যান্য সুরক্ষা ব্যবস্থা

  • টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন। এতে পাসওয়ার্ড জানা থাকলেও ফোনে থাকা ভেরিফিকেশন ছাড়া কেউ সহজে প্রবেশ করতে পারবে না।
  • সিকিউরিটি চেকআপ ব্যবহার করুন। ফেসবুকের সিকিউরিটি চেকআপে দেখে নিতে পারবেন অ্যাকাউন্টের অপ্রয়োজনীয় বা সন্দেহজনক উপাদানগুলো।
  • সংযুক্ত ইমেইল অ্যাকাউন্টও সুরক্ষিত রাখুন। আপনার ফেসবুক সংযুক্ত ইমেইলের পাসওয়ার্ডও বদলে রাখুন—একেবারে নিরাপত্তার জন্য প্রতি ১–৩ মাস পর পর ইমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করা ভালো।
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের ফাঁদে পড়ে যাওয়া কিংবা দুর্বল নিরাপত্তার কারণে হ্যাক হতে পারে। তবে উপরের সতর্কতা অবলম্বন এবং হ্যাক হলে দ্রুত উপযুক্ত পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো যায় এবং খারাপ পরিস্থিতি থেকে দ্রুত বের হওয়া সম্ভব।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার