Logo
Logo
×

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশিদের জন্য সাশ্রয়ী সংস্করণ আনল চ্যাটজিপিটি

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০১:৩২ এএম

বাংলাদেশিদের জন্য সাশ্রয়ী সংস্করণ আনল চ্যাটজিপিটি

বাংলাদেশসহ এশিয়ার আরও ১৬টি দেশে চালু হলো চ্যাটজিপিটির নতুন ও সাশ্রয়ী সংস্করণ ‘চ্যাটজিপিটি গো’। জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বৃহস্পতিবার এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে।

ওপেনএআইয়ের প্রধান নিক টার্লে জানান, “ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাওয়া ছিল একটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যান—‘চ্যাটজিপিটি গো’ সেই প্রয়োজন পূরণ করবে।”

এর আগে চলতি বছরের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ টার্লে ইঙ্গিত দিয়েছিলেন, ‘চ্যাটজিপিটিকে আরও সহজলভ্য ও বাজেট–বান্ধব করার উদ্যোগ চলছে।’

প্রথমে ভারত ও ইন্দোনেশিয়ায় পরীক্ষামূলকভাবে চালুর পর এখন এশিয়ার মোট ১৮টি দেশে এই নতুন সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। এসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভূটান, ব্রুনাই, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, পূর্ব তিমুর, আফগানিস্তান ও ভিয়েতনাম।

ওপেনএআই জানায়, নতুন এই প্ল্যানের লক্ষ্য হলো তাদের সর্বশেষ মডেল ‘জিপিটি–৫’–এর সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া।

‘চ্যাটজিপিটি গো’-তে ফ্রি সংস্করণের সব ফিচারের পাশাপাশি ব্যবহারকারীরা পাবেন ছবি তৈরি, ফাইল আপলোড, উন্নত ডেটা বিশ্লেষণসহ আরও কিছু অতিরিক্ত সুবিধা। পাশাপাশি ব্যবহার সীমাও ফ্রি সংস্করণের তুলনায় অনেক বেশি রাখা হয়েছে।

মূল্য কাঠামোর দিক থেকে এটি ওপেনএআইয়ের সবচেয়ে সাশ্রয়ী প্ল্যান। ভারতে মাসে ৩৯৯ রুপি এবং ইন্দোনেশিয়ায় মাসে ৭৫ হাজার রুপিয়ায় এই সেবা পাওয়া যাচ্ছে। তবে অন্য দেশগুলোয় দাম কিছুটা ভিন্ন হতে পারে।

বর্তমানে ওপেনএআইয়ের আরও দুটি পেইড প্ল্যান রয়েছে। যার মধ্যে একটি ‘চ্যাটজিপিটি প্লাস’, দাম মাসে ২০ ডলার এবং অন্যটি ‘চ্যাটজিপিটি গো’, দাম মাসে ২০০ ডলার। এ ছাড়া মাসে ২৫ ডলারের এক ব্যবসায়িক বা বিজনেস প্ল্যানও রয়েছে কোম্পানিটির।

বাজারে আসার পর থেকে বিশ্বজুড়ে চ্যাটজিপিটির ব্যবহার দ্রুত বেড়েছে, বিশেষ করে ২০২২ সালের শেষ দিকে।

ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে সবচেয়ে কম আয়ের দেশগুলোতে চ্যাটজিপিটির ব্যবহার বৃদ্ধির হার বিভিন্ন ধনী দেশের থেকে চার গুণের বেশি ছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার