Logo
Logo
×

তথ্যপ্রযুক্তি

ফেসবুকে যে কাজ করলে আপনার ভিউ লাখে পৌঁছে যাবে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ এএম

ফেসবুকে যে কাজ করলে আপনার ভিউ লাখে পৌঁছে যাবে

সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মটি শুধু অনুভূতি শেয়ার করার জায়গা নয়; এখান থেকে আয় করাও যায়, জানা যায় অনেক কিছু। আর ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ কমই আছে। অনেকেই আছেন ফেসবুক থেকে মাসে লাখ লাখ টাকা আয় করছেন। কিন্তু আপনি ফেসবুকে ইনকাম করার চেষ্টা করছেন, পারছেন না। আপনার প্রোফাইলে তেমন একটা ভিউ দেখা যায় না। ভীষণ দুশ্চিন্তা আপনার মনে, কী করবেন ভেবে পাচ্ছেন না। চলুন জেনে নেওয়া যাক, আপনি এমন কিছু করুন, যা করলে আপনার ফেসবুকে লাখো ভিউ পৌঁছে যাবে।

ফেসবুক শুধু চালালেই হবে না, জানতে হবে কীভাবে ফেসবুক থেকে আয় করা যায়। সে জন্য আয় করতে হলে আপনাকে ফেসবুকের কয়েকটি শর্ত মানতে হবে। এর মধ্যে একটি হচ্ছে— নির্দিষ্টসংখ্যক ভিউ হতে হবে আপনার ফেসবুক কন্টেন্টের। এটি আগে কঠিন কাজ ছিল। অনেকেই সেই শর্ত পূরণ করতে পারতেন না। তবে সময়মতো গড়িয়েছে, এখন সেই কাজটি খুব সহজ হয়েছে।

ফেসবুকের নতুন আপডেটে আপনি খুব সহজেই আপনার প্রোফাইলকে লাখো ভিউয়ারের কাছে পৌঁছে দিতে পারবেন। সে জন্য অবশ্য আপনাকে নির্দিষ্ট কয়েকটি শর্ত মানতে হবে। 

চলুন জেনে নিই কী সেই শর্ত—

শুরুতেই আপনার প্রোফাইল ঠিক করতে হবে। প্রথমে পেশাদার মোড চালু করতে হবে। পাবলিক ফলোয়ার পেতে এবং কন্টেন্ট ইনসাইট ও মনিটাইজেশনের মতো ক্রিয়েটর টুল অ্যাক্সেস করতে, আপনার ব্যক্তিগত প্রোফাইলে পেশাদার মোড চালু করতে হবে।

দ্বিতীয়ত পোস্টটি পাবলিক করতে হবে। পেশাদার মোড চালু করার পর আপনার প্রোফাইল কন্টেন্ট প্রকাশ করতে পারেন, যা আপনার ফলোয়াররা দেখতে পাবেন। সেই সঙ্গে আপনার পোস্ট পাবলিক করে রাখুন, নতুন দর্শকসহ যেন সবাই তা দেখতে পায়।

আপনার উদ্দেশ্য থাকবে—নিয়মিত ও আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করা। এমন কন্টেন্ট তৈরি করুন, যা দর্শকদের আগ্রহী করে তোলে এবং তারা অন্যদের সঙ্গে তা শেয়ার করতে উৎসাহিত হয়। আর প্রতিদিন নিয়ম করে কনটেন্ট আপলোড করুন। এ ধারাবাহিকতা আপনার দর্শকপ্রিয়তা আরও বাড়িয়ে তুলবে।

পোস্ট এনগেজিং কন্টেন্ট তৈরি করুন। ভালো মানের ও আকর্ষণীয় কন্টেন্ট, যা দর্শকদের মনোযোগ আকর্ষণ করবে। দর্শক যত বেশি আপনার কন্টেন্ট দেখবে, তত বেশি কন্টেন্টের এনগেজমেন্ট বাড়বে।

এ ছাড়া অন্যান্য ব্যবহারকারীর সঙ্গে যুক্ত হন। অন্যান্য ব্যবহারকারীর পোস্টে লাইক, কমেন্ট এবং শেয়ার করে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। এতে আপনার প্রোফাইল পরিচিতি বাড়বে।

শেষ সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করুন। প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার পোস্টগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কোলাবোরেশন করুন। আপনার কন্টেন্ট যদি ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কোলাবোরেশন করে থাকেন, তাহলে তাদের মাধ্যমেও আপনার প্রোফাইল লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যাবে।

এ ছাড়া প্রোমোশন কিংবা বিজ্ঞাপনের সাহায্য নিন। যদি আপনার বাজেট থাকে, তাহলে নির্দিষ্ট প্ল্যাটফর্মে প্রোমোশন কিংবা বিজ্ঞাপন ব্যবহার করে দ্রুত অনেক দর্শকের কাছে পৌঁছানো যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার