Logo
Logo
×

তথ্যপ্রযুক্তি

অপো এফ২১এস প্রোতে যেসব সুবিধা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ১১:১৫ এএম

অপো এফ২১এস প্রোতে যেসব সুবিধা

ব্যাচেলর পয়েন্টের তারকাদের হাত ধরে বাজারে এলো অপো এফ২১এস প্রো। ক্রেতারা এখন প্রি-অর্ডারের মাধ্যমে ডিভাইসটি সংগ্রহ করতে পারবেন। ২৯,৯০০ টাকা মূল্যের ডিভাইসটির প্রি-অর্ডার ৯ অক্টোবর পর্যন্ত চলবে।

এতে রয়েছে অ্যান্টি-গ্লেয়ার গ্লাস, মাইক্রোলেন্স ও আরজিবিডব্লিউ প্রযুক্তির ৬৪ মেগা পিক্সেলের ক্যামেরা সেট আপ এবং দ্রুত চার্জিং সুবিধা। ডিভাইসটিতে রয়েছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং সুবিধা।

মাইক্রোলেন্সসহ ৬৪ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা সেট আপ দিবে ৩০ গুন ম্যাগনিফিকেশন সুবিধা। সামনের ক্যামেরায় রয়েছে সনি আইএমএক্স৭০৯ ফ্ল্যাগশিপ সেন্সর। ফলে সামনের ৩২ মেগা পিক্সেলের ক্যামেরা দিয়ে আল্ট্রা-সেন্সিং সেলফি তোলা যাবে।

ক্রেতারা প্রি-অর্ডার করে তিন মাসের স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি, সোয়াপে এক্সচেঞ্জে ১৫ শতাংশ অতিরিক্ত টাকা এবং ফ্রি ইন্টারনেট ডেটা বান্ডেলসহ নানা ডিল উপভোগ করতে পারবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার