বিজ্ঞাপন
অ্যান্ড্রয়েড ফোনে যেসব কাজ না করলে হতে পারে বিপদ
আইটি ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম
বিজ্ঞাপন
স্মার্টফোন একটু পুরনো হলে প্রায়ই দেখা যায় ‘স্টোরেজ ফুল’ সমস্যা। ফোনে জমে থাকা ছবি, ভিডিও, অ্যাপ এবং অন্যান্য ফাইল মুছে রাখার বিষয় নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। কিন্তু এ ধরনের দুশ্চিন্তার মধ্যে অনেকেই একটি গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করেন—স্মার্টফোনের অপারেটিং সিস্টেম (OS) আপডেট করা।
ভারতের সরকারি সাইবার নিরাপত্তা সংস্থা সার্ট-ইন (CERT-In) সতর্ক করেছে, OS আপডেট এড়িয়ে চললে ব্যক্তিগত তথ্য এবং ফোনের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। বিশেষ করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দ্রুত লেটেস্ট সিকিউরিটি প্যাচ ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে।
জানুয়ারিতে প্রকাশিত নতুন অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচে একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত করা হয়েছে। এই ফাঁক ব্যবহার করে নির্দিষ্ট অ্যান্ড্রয়েড ফোনে সাইবার হামলা চালানো সম্ভব, যা ডিভাইস ক্র্যাশ এবং গুরুত্বপূর্ণ তথ্য ক্ষতির কারণ হতে পারে। কোনো প্রতিষ্ঠানের ডিভাইসে হামলা হলে সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা আরও বেশি।
ত্রুটির সঙ্গে ডলবি ডিজিটাল প্লাস ইউনিফায়েড ডিকোডার যুক্ত, যা অ্যান্ড্রয়েডে মিডিয়া প্রসেসিংয়ে ব্যবহৃত হয়। ডলবি জানিয়েছে, সমস্যাটি ভয়াবহ না হলেও মিডিয়া প্লেয়ার ক্র্যাশ বা ফোনের অটো রিস্টার্ট ঘটতে পারে, তবে পুরো সিস্টেম তৃতীয় পক্ষের নিয়ন্ত্রণে চলে যাবে এমন আশঙ্কা নেই।
বিজ্ঞাপন