Logo
Logo
×

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি

অ্যান্ড্রয়েড ফোনে যেসব কাজ না করলে হতে পারে বিপদ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম

অ্যান্ড্রয়েড ফোনে যেসব কাজ না করলে হতে পারে বিপদ

বিজ্ঞাপন

স্মার্টফোন একটু পুরনো হলে প্রায়ই দেখা যায় ‘স্টোরেজ ফুল’ সমস্যা। ফোনে জমে থাকা ছবি, ভিডিও, অ্যাপ এবং অন্যান্য ফাইল মুছে রাখার বিষয় নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। কিন্তু এ ধরনের দুশ্চিন্তার মধ্যে অনেকেই একটি গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করেন—স্মার্টফোনের অপারেটিং সিস্টেম (OS) আপডেট করা।

ভারতের সরকারি সাইবার নিরাপত্তা সংস্থা সার্ট-ইন (CERT-In) সতর্ক করেছে, OS আপডেট এড়িয়ে চললে ব্যক্তিগত তথ্য এবং ফোনের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। বিশেষ করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দ্রুত লেটেস্ট সিকিউরিটি প্যাচ ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে।

জানুয়ারিতে প্রকাশিত নতুন অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচে একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত করা হয়েছে। এই ফাঁক ব্যবহার করে নির্দিষ্ট অ্যান্ড্রয়েড ফোনে সাইবার হামলা চালানো সম্ভব, যা ডিভাইস ক্র্যাশ এবং গুরুত্বপূর্ণ তথ্য ক্ষতির কারণ হতে পারে। কোনো প্রতিষ্ঠানের ডিভাইসে হামলা হলে সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা আরও বেশি।

ত্রুটির সঙ্গে ডলবি ডিজিটাল প্লাস ইউনিফায়েড ডিকোডার যুক্ত, যা অ্যান্ড্রয়েডে মিডিয়া প্রসেসিংয়ে ব্যবহৃত হয়। ডলবি জানিয়েছে, সমস্যাটি ভয়াবহ না হলেও মিডিয়া প্লেয়ার ক্র্যাশ বা ফোনের অটো রিস্টার্ট ঘটতে পারে, তবে পুরো সিস্টেম তৃতীয় পক্ষের নিয়ন্ত্রণে চলে যাবে এমন আশঙ্কা নেই।

আরও পড়ুন
গুগল জানিয়েছে, এই সমস্যা প্রথমবার প্রকাশিত হয়েছিল ২০২৫ সালের অক্টোবরে। এরপর তারা গুরুত্ব দিয়ে নতুন সিকিউরিটি আপডেট রোলআউট করেছে। সার্ট-ইন এবং বিশেষজ্ঞরা বলছেন, স্টোরেজ সাশ্রয়ের জন্য আপডেট এড়িয়ে চলা নিরাপদ নয়। অপ্রয়োজনীয় ছবি বা অ্যাপ মুছে ফেলা যেতে পারে, কিন্তু OS এবং সিকিউরিটি আপডেট নিয়মিত ইনস্টল করা জরুরি। একটি ছোট আপডেটও আপনার ফোনকে বড় ধরনের সাইবার ঝুঁকি থেকে রক্ষা করতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার