Logo
Logo
×

খেলাধুলা

ভারতীয় দলের অন্যরা নেশা করলেও ‘তিনি সাধু’ বললেন স্ত্রী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ এএম

ভারতীয় দলের অন্যরা নেশা করলেও ‘তিনি সাধু’ বললেন স্ত্রী

ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে নিয়ে ভূঁয়সী প্রশংসা করেছেন তার স্ত্রী রিভাবা। গুজরাট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়া রিভাবা জানিয়েছেন, ভারতীয় দলের বাকি ক্রিকেটাররা নেশা করলেও করতে পারেন, কিন্তু জাদেজা (তার স্বামী) নেশা করেন না। 

রিভাবা বলেন,  ‘আমার স্বামী লন্ডন, দুবাই, অস্ট্রেলিয়ার মতো দেশে ঘোরাঘুরি করে। আজ পর্যন্ত কোনো ধরনের নেশা করেনি। কোনো দিন নেশা করতে দেখিনি ওকে। দলের বাকিদের কোনো না কোনো নেশা থাকলেও থাকতে পারে। অথচ ওর (জাদেজা) নেশা করতে কোনো বাধা নেই। কারণ বাড়িতেও কেউ কিছু বলবে না। ১২ বছর বয়সে বাড়ি ছেড়েছে। যে কোনও কাজ করার সুযোগ ওর কাছে ছিল।’

২০২২ সালে জাদেজা বিতর্কিত হন ধূমপানের ছবি পোস্ট করে। সেটি অবশ্য এআই নির্মিত। আল্লু অর্জুনের জনপ্রিয় সিনেমা ‘পুষ্পা’র কায়দায় বিড়ি মুখে ধরেছিলেন জাদেজা। তবে বিতর্ক এড়াতে ক্যাপশনে লিখেছিলেন, ‘তামাক খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি কোনো ধরনের তামাকজাত দ্রব্যের প্রচার করি না। ছবিটি গ্রাফিকসের সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে।’

তবে এবার জাদেজা নয়, বিতর্ক হচ্ছে তার স্ত্রীকে নিয়ে। ভারতীয় দলে কাদের কথা তিনি বলতে চেয়েছেন, সবাই নেশা করেন এমন প্রমাণ তার কাছে আছে কি না, সেটা এখনও স্পষ্ট নয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার