Logo
Logo
×

খেলাধুলা

পিছিয়ে পড়া বার্সেলোনাকে জোড়া গোলে জেতালেন কুন্দে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ এএম

পিছিয়ে পড়া বার্সেলোনাকে জোড়া গোলে জেতালেন কুন্দে

একটি করে ড্র ‍ও হারের পর জয়ের পথে ফিরেছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে অনেকটা একপেশে ম্যাচেও অবশ্য স্বাগতিকরা পিছিয়ে পড়েছিল ২১ মিনিটে। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে সেখান থেকে জোড়া গোল করে বার্সার জয় নিশ্চিত করেছেন ডিফেন্ডার জুলস কুন্দে। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের জালে তিনি দু’বারই বল জড়িয়েছেন হেড দিয়ে।

কিছুদিন আগে লা লিগার ম্যাচ দিয়ে দীর্ঘ সময় পর ঘরের মাঠে প্রত্যাবর্তন করে কাতালানরা। নবনির্মিত সেই ক্যাম্প ন্যুতে এবার তারা প্রথমবার খেলতে নেমেছিল। ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য করে স্বাগতিকরা। ৭৩ শতাংশ বলের পজেশন রাখার পাশাপাশি গোলের জন্য তারা ১৯টি শট নেয়, এর মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। বিপরীতে, ফ্রাঙ্কফুর্ট ৬ শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখতে পারে।

ম্যাচ শুরুর পঞ্চম মিনিটেই হ্যান্সি ফ্লিকের দল প্রথম সুযোগটি পায়। তবে রবার্ট লেভান্ডফস্কি কুন্দের হেড পাসে বক্সের সামনে বল পেয়ে ভলিতে সেটি লক্ষ্যে রাখতে পারেননি। মিনিট চারেক পরই অবশ্য তিনি গোল পেয়েছিলেন, কিন্তু তাকে ক্রস বাড়ানোর আগে রাফিনিয়া অফসাইডে থাকায় সেই গোলটি বাতিল হয়ে যায়। অল্প সময়ের ব্যবধানে জেরার্ড মার্টিনের জোরালো শট ফ্রাঙ্কফুর্ট গোলরক্ষক পাঠান ক্রসবারের ওপর দিয়ে। খেলার ধারার বিপরীতে পাল্টা আক্রমণে গিয়ে প্রথম চেষ্টাতেই সফল জার্মান ক্লাবটি। ২১ মিনিটে আন্সগার কেনাউফ সফরকারীদের লিড এনে দেন।

নাথানিয়েল ব্রাউনের দারুণ এক থ্রু পাসে বার্সার হাই-লাইন ডিফেন্সকে ফাঁকি দিয়ে একজনের বাধা এড়িয়ে দৌড়ের ওপর শট নিয়ে সফল তিনি। পিছিয়ে পড়ার পর বার্সেলোনা বিরতির আগে আর কার্যকরী আক্রমণ শাণাতে পারেনি। রেফারি বাঁশি বাজানোর আগমুহূর্তে বক্সের মুখ থেকে জোরালো শট বারের ওপর দিয়ে মেরে বসেন ফ্রাঙ্কফুর্টের ইলয়েস স্খিরি। ফলে তাদের লিডও আর বাড়েনি। দ্বিতীয়ার্ধে মার্কাস রাশফোর্ড নেমে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেন। সেখান থেকেই ম্যাচে ফেরে বার্সা।

প্রতিপক্ষের বক্সে রাশফোর্ডের পাস পেয়ে লক্ষ্যে রাখতে পারেননি রাফিনিয়া। একটু বাদেই ৫০ মিনিটে বার্সাকে সমতায় ফেরান কুন্দে। রাশফোর্ডের ক্রসে হেড দিয়ে তিনি জালে জড়ান। এর তিন মিনিট পর ফরাসি ডিফেন্ডারের উদ্দেশে ক্রস বাড়ান লামিনে ইয়ামাল। এবারও কুন্দে হেডে লিড এনে দিতে ভুল করেননি। শেষ পর্যন্ত স্কোরলাইন বদলাতে পারেনি আর কেউই। বার্সারও মনোযোগটা ছিল বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখার দিকে। তবে ২-১ ব্যবধান ফ্লিকের দলকে দুই ম্যাচ পর জয়ে ফিরিয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে তিন জয়, এক ড্র ও দুই হারের পর বার্সেলোনার পয়েন্ট ১০। বর্তমানে তারা টেবিলের ১৪ নম্বরে রয়েছে। ফ্রাঙ্কফুর্টের অবস্থান ৩০ নম্বরে। এ নিয়ে তারা চতুর্থ হার দেখল।


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার