Logo
Logo
×

খেলাধুলা

সাংবাদিকদের ওপর হামলা, জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ স্থগিত

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

সাংবাদিকদের ওপর হামলা, জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ স্থগিত

লাতিন-বাংলা সুপার কাপের ম্যাচ শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এতে করে আগামী ১১ ডিসেম্বর আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই ক্লাবের মধ্যকার প্রতীক্ষিত ম্যাচটি অনিশ্চয়তার মুখে পড়েছে।

সোমবার রাতে জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টারস এবং আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন। টানটান উত্তেজনার ম্যাচে ১-১ গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

কিন্তু ম্যাচ শেষে ঘটে অপ্রীতিকর ঘটনা। আয়োজকদের কয়েকজন সদস্য সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিকদের ওপর চড়াও হন। এক পর্যায়ে টি স্পোর্টস, যমুনা টেলিভিশনসহ আরও কয়েকটি সংবাদমাধ্যমের কয়েকজন সংবাদকর্মীকে ধাক্কা, কিল-ঘুষি দিয়ে মাঠ থেকে বের করে দেন নিরাপত্তারক্ষীরা!

সাংবাদিকদের ওপর এই হামলার পর কঠোর অবস্থান নেয় এনএসসি। সংস্থাটির সহকারী পরিচালক (ক্রীড়া) মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাতিন-বাংলা সুপার কাপের তৃতীয় ও শেষ ম্যাচের জন্য জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ আপাতত স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডকে ৫, ৮ ও ১১ ডিসেম্বর তথা তিন দিনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল জাতীয় স্টেডিয়াম। যেখানে শর্ত ছিল, প্রতিটি ম্যাচ শুরুর আগেই টিকেট বিক্রির পূর্ণাঙ্গ হিসাব দিয়েও ৫০ শতাংশ অর্থ এনএসসিতে জমা দিতে হবে।

এ ছাড়া প্রতিদিন খেলা শেষে নিজ দায়িত্বে স্টেডিয়ামের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টিও নিশ্চিত করতে হবে। কিন্তু ৫ ও ৮ তারিখের খেলায় দুটি শর্তই লঙ্ঘন করেছে এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড।

এর সঙ্গে যোগ হয় সোমবার সাংবাদিকদের শারীরিক লাঞ্ছনার ঘটনা। সব মিলিয়ে স্থগিত করা হয়েছে ১১ তারিখে তাদের মাঠ বরাদ্দের সিদ্ধান্ত। সেদিন টুর্নামেন্টের শেষ ম্যাচে খেলার কথা আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ক্লাব ও ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের।

বরাদ্দ স্থগিত করার পাশাপাশি ৫ ও ৮ তারিখের দুই ম্যাচের টিকিট বিক্রি, স্পন্সরশিপ, সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ হিসাব দিয়ে তদসংশ্লিষ্ট ৫০ শতাংশ অর্থ মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে এনএসসিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার