Logo
Logo
×

খেলাধুলা

নারী ক্রিকেটারদের সঙ্গে দেখা করে যা বললেন রুবাবা দৌলা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ এএম

নারী ক্রিকেটারদের সঙ্গে দেখা করে যা বললেন রুবাবা দৌলা

চলতি ডিসেম্বরের মাঝামাঝি ভারত সফর করার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে কথা ছিল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলের। তবে ভারত সরকারের অনুমোদন না পাওয়ায় সিরিজটি আপাতত স্থগিত করা হয়েছে।

সিরিজ বাতিল হওয়ায় ডিসেম্বরের ফাঁকা সময়ে কী করবে নারী দল এ নিয়ে আলোচনা চলছিল। তবে সেই সময়েই আয়োজন করা হচ্ছে নারী বিসিএল। যা এবার অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সবকিছু চূড়ান্ত করে বিসিবি জানিয়েছে, টুর্নামেন্টটি ১৫ ডিসেম্বর রাজশাহীতে শুরু হয়ে ২৫ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।

এর আগে, মিরপুরে ২৬ ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে ফিটনেস ক্যাম্প, যার শেষ দিন ছিল রোববার। ক্যাম্পের শেষ দিন নারী ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন বিসিবির নতুন নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা। ক্রিকেটারদের সঙ্গে তিনি লাঞ্চে অংশ নেন এবং একান্তভাবে কথা বলেন।

ক্যাম্পে উপস্থিত থাকা একজন সদস্য জানান, সবার সঙ্গে পরিচয় হয়েছে। এখানে যতজন ছিল, সবাইকে সময় দিয়েছেন। এছাড়া বলেছেন বিসিএল হবে যেহেতু সভাপতি বলেছেন, এ নিয়ে তিনি বোর্ডে কথা বলবেন। উপস্থিত সকলকে উৎসাহ দিয়েছেন ভালো করার ব্যাপারে।

রুবাবা দৌলার এ সাক্ষাৎকে নারী ক্রিকেটাররা ইতিবাচকভাবেই দেখছেন। আসন্ন নারী বিসিএলকে সামনে রেখে তার উৎসাহ ও আশ্বাস দলকে আরও আত্মবিশ্বাসী করবে এমনই মনে করছেন সংশ্লিষ্টরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার