আর্জেন্টিনার গ্রুপই যে কারণে ‘গ্রুপ অফ ডেথ’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ এএম
২০২৬ বিশ্বকাপে কে কোন গ্রুপে আছে, তা জানা হয়ে গেছে গত রাতে। আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে নামবে প্রতিযোগিতার জে গ্রুপে। অস্ট্রিয়া, আলজেরিয়া আর জর্ডানকে নিয়ে গড়া তাদের গ্রুপকে ‘সহজ’ বলেও আখ্যা দিয়ে দিয়েছেন অনেকেই।
তবে উলটো কথা বলছে ফুটবলের পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট অপ্টা। তাদের পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী ফিফা বিশ্বকাপ ২০২৬–এর সবচেয়ে শক্তিশালী গ্রুপ হিসেবে উঠে এসেছে গ্রুপ জে। ১২টি গ্রুপের মধ্যে পরিসংখ্যান বলছে, এটাই টুর্নামেন্টের ‘গ্রুপ অব ডেথ’।
গ্রুপ জে-র চার দলের গড় রেটিং ৭৭.১। এই গড় এত বেশি হওয়ার মূল কারণ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল অপ্টার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছে। তাদের রেটিং ৯৭.৮। তবে গ্রুপে আরও দুই দল আছে যারা র্যাঙ্কিংয়ে ৩১ বা তারও উপরে অবস্থান করছে।
অস্ট্রিয়ার পাওয়ার রেটিং ৭৫.৩। পরিসংখ্যান অনুযায়ী তারা গ্রুপের দ্বিতীয় শক্তিশালী দল। তাদের পরে আছে আলজেরিয়া, যাদের রেটিং ৭২.২।
গ্রুপের সবচেয়ে নিচে আছে জর্ডান। তাদের রেটিং ৬৩.১ এবং র্যাঙ্কিং ৫৮। চার দলের গড় র্যাঙ্কিং দাঁড়িয়েছে ২৯.৩।
তবে কাগজে কলমে এসব সব পরিসংখ্যানের পরও আর্জেন্টিনাই এই গ্রুপের ফেভারিট, তা বলাই বাহুল্য। এই গ্রুপ থেকে সেরা দল হয়েই শেষ ৩২-এ যাওয়ার প্রত্যয়ে মাঠে নামবে লিওনেল মেসির দল।