Logo
Logo
×

খেলাধুলা

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত, দেখে নিন কোন গ্রুপে কোন দল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ এএম

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত, দেখে নিন কোন গ্রুপে কোন দল

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে।  

বিশ্বকাপ শুরুর ১৮৮ দিন আগে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে বিশ্বকাপের এই ড্র অনুষ্ঠিত হয়। 

এই ড্র শেষে কে কোন গ্রুপে পড়েছে, সেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একনজরে দেখে নিন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে কোন দল কোন গ্রুপে খেলবে-

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউরোপিয়ান প্লে-অফ ডি (ডেনমার্ক/চেক প্রজাতন্ত্র/আয়ারল্যান্ড/উত্তর মেসিডোনিয়া)

গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, ইউরোপিয়ান প্লে-অফ এ (ইতালি/ওয়েলস/বসনিয়া-হার্জেগোভিনা/নর্দার্ন আয়ারল্যান্ড)

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি।

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, ইউরোপিয়ান প্লে-অফ সি (তুরস্ক/স্লোভাকিয়া/কসোভো/রোমানিয়া)

গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও।

গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি (ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া/সুইডেন)

গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড।

গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে।

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১ (ইরাক, বলিভিয়া, সুরিনাম)

গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান।

গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২ (গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালেডোনিয়া)

গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার