Logo
Logo
×

খেলাধুলা

এশিয়া কাপের সূচি ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ এএম

এশিয়া কাপের সূচি ঘোষণা

চলতি ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট। আট দল নিয়ে আয়োজিত বয়সভিত্তিক এই টুর্নামেন্টে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গতবারের মতো এবারও ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।

এবারের আয়োজক আফগানিস্তান হলেও টুর্নামেন্টের ভেন্যু হিসেবে থাকছে সংযুক্ত আরব আমিরাত। প্রতিযোগিতা শুরু হবে আগামী ১২ ডিসেম্বর, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও স্বাগতিক আরব আমিরাত।

একদিন পর, ১৩ ডিসেম্বর বাংলাদেশের যাত্রা শুরু স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে আইসিসি একাডেমি মাঠে। এরপর ১৫ ডিসেম্বর দ্য সেভেনস স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে লাল-সবুজের দল। 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইয়াং টাইগার্সরা, ম্যাচটি অনুষ্ঠিত হবে আইসিসি একাডেমি মাঠে।

এদিকে ‘এ’ গ্রুপে দেখা যাবে জমজমাট লড়াই। আবারও একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া। ভারত-পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে, যা অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। ফাইনাল মাঠে গড়াবে ২১ ডিসেম্বর, আইসিসি একাডেমি মাঠেই। সব ম্যাচই গালফ মান সময় অনুযায়ী রাত ৯টায় শুরু হবে।

যুব এশিয়া কাপে বাংলাদেশের সূচি

১৩ ডিসেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান

১৫ ডিসেম্বর: বাংলাদেশ বনাম নেপাল

১৭ ডিসেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার