Logo
Logo
×

খেলাধুলা

ভারতীয় পেসারের অবসরের ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম

ভারতীয় পেসারের অবসরের ঘোষণা

ভারতীয় পেসার মোহিত শর্মা সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার ২৬ ওয়ানডে ও ৮ টি-টোয়েন্টিতে ভারতকে প্রতিনিধিত্ব করেছেন। এ ছাড়া দীর্ঘ এক যুগের আইপিএল ক্যারিয়ারে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন।

বিদায় বেলায় ধন্যবাদ জানিয়েছেন তার সতীর্থ, কোচ ও কর্মকর্তাদের, যাদের হাত ধরে তিনি ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেটে উঠে এসেছিলেন।

সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে অবসরের ঘোষণায় মোহিত লিখেছেন, “আজ পূর্ণ হৃদয়ে জানাচ্ছি, আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। হরিয়ানাকে প্রতিনিধিত্ব করা থেকে শুরু করে ভারতীয় জার্সি গায়ে চাপানো, আইপিএলে খেলা—পুরো পথটাই ছিল আশীর্বাদস্বরূপ। আমার ক্যারিয়ারের মেরুদণ্ড হয়ে থাকার জন্য হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বিশেষ ধন্যবাদ।

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মোহিত ভারতের হয়ে ওয়ানডেতে ৩১ উইকেট ও টি-টোয়েন্টিতে ৬ উইকেট শিকার করেছেন। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপেও ছিলেন তিনি। পরে এমএস ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের হয়ে হয়ে ওঠেন নির্ভরযোগ্য ডেথ ওভার বিশেষজ্ঞ।

আইপিএলে চেন্নাই ছাড়াও মোহিত খেলেছেন কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমান পাঞ্জাব কিংস), দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটানসের হয়ে। ২০২৩ মৌসুমে গুজরাটের হয়ে ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।

২০১৩ থেকে ২০২৫ পর্যন্ত সব আইপিএল মৌসুমে খেলেছেন তিনি (২০২১ ও ২০২২ ছাড়া)। ১২০ ম্যাচে তার মোট উইকেট ১৩৪। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১১ থেকে ২০১৮ পর্যন্ত ৪৪ ম্যাচে নিয়েছেন ১২৭ উইকেট।


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার