Logo
Logo
×

খেলাধুলা

১০ লাখে একবার হয়, এবার এমন দুর্ভাগ্যের বিশ্বরেকর্ড ভারতের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম

১০ লাখে একবার হয়, এবার এমন দুর্ভাগ্যের বিশ্বরেকর্ড ভারতের

ভারতের দুর্ভাগ্য যেন শেষই হচ্ছে না। এবার এমন এক দুর্ভাগ্য সঙ্গী হলো দলটার, যা হতে পারে ১০ লাখে স্রেফ একবার, তেমন কিছুই এবার হলো ভারতের সঙ্গে। 

রায়পুরে আজ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন। আর তাতে টানা ২০টি ওয়ানডেতে টস হারের বিশ্বরেকর্ড গড়ে ফেলে হেরে গেল ভারত। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে এটাই সবচেয়ে দীর্ঘ টসে জয়বিহীন থাকার রেকর্ড।

এই ধারার শুরু ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল থেকে। আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচেও টস হেরেছিল ভারত। এরপর দ্বিপাক্ষিক সিরিজ হোক বা বহু-দলের টুর্নামেন্ট, প্রতিবারই ভারতের বিপক্ষে গেছে কয়েন।

পরিসংখ্যান বলছে, টানা ২০ বার টস হারার সম্ভাবনা মাত্র ১ বার, ১০,৪৮,৫৭৬ বারের মধ্যে। অর্থাৎ ০.০০০০০০৯৫। কিন্তু ভারত সেই অসম্ভবকেই সম্ভব করেছে।

আরও পড়ুন
এর আগে সবচেয়ে লম্বা টস-হারের রেকর্ড ছিল নেদারল্যান্ডসের। ২০১১ সালের মার্চ থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত ১১ ম্যাচ টস হারার ধারায় ছিল তারা। ভারত সেই রেকর্ড প্রায় দ্বিগুণ ব্যবধানে পেছনে ফেলেছে।

টসের পর ভারত অধিনায়ক কে এল রাহুল হাসতে হাসতে বলেন, ‘সত্যি বলতে, টসই আমার জন্য সবচেয়ে চাপের। অনুশীলন করেও লাভ হচ্ছে না।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার