Logo
Logo
×

খেলাধুলা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র অনুষ্ঠানে মঞ্চ কাঁপাবেন যারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র অনুষ্ঠানে মঞ্চ কাঁপাবেন যারা

শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। শুধু পট থেকে বল তোলার আনুষ্ঠানিকতা নয়, দর্শকদের জন্য থাকছে চমকপ্রদ ও ঝলমলে আয়োজন। লাখো দর্শককে আনন্দ দিতে মঞ্চে উপস্থিত থাকবেন বিনোদন জগতের জনপ্রিয় তারকারা।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করবেন সুপারমডেল, প্রযোজক ও এমি–জয়ী টেলিভিশন তারকা হাইডি ক্লুম এবং মার্কিন কৌতুক অভিনেতা কেভিন হার্ট। পাশাপাশি মঞ্চ মাতাতে থাকবেন অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজও।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের ড্র ইভেন্টেও অংশ নিয়েছিলেন ক্লুম। দুই দশক পর আবার একই ধরনের আয়োজনে যুক্ত হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত তিনি। ৫২ বছর বয়সী এই তারকা বলেন, ‘পুনরায় ফাইনাল ড্র উপস্থাপনার সুযোগ পাওয়া দারুণ অনুভূতির। ২০ বছর আগে নিজের দেশের মাটিতে একই শোতে ছিলাম। বিশ্বকাপের মতো আয়োজনের শক্তি বিশ্বকে একত্রিত করতে পারে। তিন স্বাগতিক দেশ এবং ৪৮ দলের এমন ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পারা সত্যিকারের গৌরব।’

আরও পড়ুন
দর্শকরা উপভোগ করবেন বেশ কয়েকটি লাইভ পারফরম্যান্সও। ধ্রুপদী সংগীতশিল্পী মায়েস্ত্রো আন্দ্রে বোসেল্লি গান পরিবেশন করবেন, সঙ্গে থাকবেন জনপ্রিয় ব্রিটিশ শিল্পী রবি উইলিয়ামস। আরও থাকছেন মার্কিন গায়িকা ও পুরস্কারজয়ী নিকোল শেরজিঙ্গার।

ড্র শেষে পপ ব্যান্ড ভিলেজ পিপল পরিবেশন করবে তাদের বিখ্যাত গান ‘ওয়াই.এম.সি.এ’।

ড্র ইভেন্টে কোন কোন বিনোদন তারকা থাকবেন, তা নিশ্চিত করা হলেও দল বাছাই প্রক্রিয়ায় কারা অংশ নেবেন—এ তথ্য পরে জানানো হবে। পুরো অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ফিফাডটকম ও বিশ্বকাপের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার