পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ জেতার স্বপ্ন শেষ ব্রাজিলের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ এএম
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়েছে পর্তুগাল। পেনাল্টি শ্যুটআউটে পর্তুগাল ৬-৫ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে। এখন শিরোপার লড়াই হবে অস্ট্রিয়ার সঙ্গে।
দোহায় অ্যাসপায়ার জোনে সোমবার রাতে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল। পর্তুগাল প্রথমবারের মতো শিরোপার কাছে যেতে চেয়েছিল। আর ব্রাজিল চেয়েছিল পঞ্চমবারের মতো শিরোপা স্পর্শ করতে। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য হাসল ইউরোপিয়ান দলটির দিকে চেয়ে।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণে ছিল। প্রথমার্ধে পর্তুগাল ছয়টি এবং ব্রাজিল আটটি শট নেয়। কিন্তু কোনো দলই জাল খুঁজে পায়নি। বিরতির পরও একাধিক সুযোগ আসে। তবে গোলের দেখা মিলেনি।
পুরো ৯০ মিনিট শেষে রেফারি খেলা পেনাল্টিতে নেওয়ার ঘোষণা দেন। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অতিরিক্ত সময় থাকে না। প্রথম পাঁচটি শটে দুটি দলই নিখুঁত ছিল। পরে হঠাৎ উত্তেজনা বাড়ে। পর্তুগালের গোলরক্ষক রোমারিও কুনিয়া নিজের শটে গোল করতে ব্যর্থ হন। কিন্তু তিনি গ্লাভস হাতে ফিরে এসে ব্রাজিলের রুয়ান পাবলোর শট পোস্টে লাগিয়ে দলকে বাঁচান।
শেষ পর্যন্ত সাডেন ডেথে পর্তুগাল গোল করে এগিয়ে যায় এবং ব্রাজিলের অ্যাঞ্জেলো শট আকাশে তুলে দেন। এর পরই পর্তুগালের উৎসব শুরু হয়।
সেমিফাইনালের আগে প্রথম সেমিতে অস্ট্রিয়া ২-০ গোলে ইতালিকে হারিয়েছিল। ফলে বৃহস্পতিবার, ২৭ নভেম্বর অস্ট্রিয়া ও পর্তুগালের মধ্যে হবে শিরোপা লড়াই। একই দিনে তৃতীয় স্থানের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ইতালি।