Logo
Logo
×

খেলাধুলা

‘তোরা টেস্ট ক্রিকেটকে রসিকতার জায়গায় নিয়ে গিয়েছিস’

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম

‘তোরা টেস্ট ক্রিকেটকে রসিকতার জায়গায় নিয়ে গিয়েছিস’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে হেরে ব্যাকফুটে ভারত। ঘরের মাঠে টেস্ট হেরে সমালোচনার মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। 

গুয়াহাটি টেস্টে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৮৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে ২০৬ বলে ১০টি চার আর ২টি ছক্কার সাহায্যে ১০২ রান করেন সেনুরান মুথুসামি। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি মার্কু জেনসেন। 

দক্ষিণ আফ্রিকার ইনিংসের সময়ে ওভার শুরু করতে দেরি করছিলেন ভারতীয় চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। তাতেই রেগে যান অধিনায়ক ঋষভ পন্থ। ভারতীয় বোলারেরা ওভার দেরিতে শুরু করার জন্য ততক্ষণে আম্পায়ার দুইবার সতর্ক করেন পন্থকে।

যে কারণে কুলদীপ যাদবকে ধমক দিয়ে পন্থ বলেছেন, ‘ভাই ৩০ সেকেন্ডের টাইমার আছে। ঘরে খেলছিস না কি? একটা বল তাড়াতাড়ি কর। ভাই কুলদীপ, দুইবার সতর্ক করেছেন আম্পায়ার। পুরো এক ওভার করতে হবে না। তোরা টেস্ট ক্রিকেটকে রসিকতার জায়গায় নিয়ে গিয়েছিস।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার