মিরপুর টেস্ট শুরু হওয়ার আগেই এটি হয়ে উঠেছিল মুশফিকুর রহিমের ম্যাচ। কারণ এই ম্যাচেই প্রথম বারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটার নামতেন তার শততম টেস্টে। আর সেই ম্যাচকেই নিজের করে নিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। প্রথম ইনিংসে করেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও ছুঁয়ে ফেলেন ফিফটি।
দিনের শুরুতেই নাজমুল হোসেন শান্ত আউট হয়ে গেলে মুশফিক ব্যাট করতে আসেন। তিনি যখন ১৭ রানে খেলছিলেন তখন একটি ক্যাচ তুলে দেন। কিন্তু অভিষিক্ত কারমাইকেল সেই ক্যাচ হাতে রাখতে পারেননি। এরপর থেকে মুশফিক খুব শান্ত ক্রিকেট খেলেন। মধ্যাহ্ন বিরতির সময় তিনি ফিফটি থেকে ছয় রান দূরে ছিলেন। বিরতি শেষে খুব দ্রুত তিনি ফিফটি পূর্ণ করেন।
প্রথম টেস্ট তার ভালো কাটেনি। সেখানে তিনি ২৩ রানে আউট হয়েছিলেন। কিন্তু শততম টেস্টে তিনি দেখালেন নিজের ক্লাস। সেঞ্চুরি আর ফিফটি করে এই ম্যাচকে স্মরণীয় বানালেন তিনি।
মুশফিক শততম টেস্টে সেঞ্চুরি ও ফিফটি করা একমাত্র ব্যাটার। মাইলফলকের টেস্টে দুটো সেঞ্চুরি করার রেকর্ড ছিল শুধু রিকি পন্টিংয়ের। ১৯ বছর পর মুশফিক সেই রেকর্ড ছুঁতে না পারলেও গড়লেন এক অনন্য কীর্তি।
এ পর্যন্ত শততম টেস্টে সেঞ্চুরি করেছেন ১১ জন ব্যাটার। কিন্তু মুশফিকের মতো একই ম্যাচে সেঞ্চুরি আর ফিফটি করার রেকর্ড আর কারও নেই। তাই এই ম্যাচে তার অর্জন এক বিরল ইতিহাস হয়ে রইল।