ভারতকে হারানোর পর র্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০১:১৩ এএম
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের শেষ ম্যাচে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে এই ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। ম্যাচ শেষে উচ্ছ্বাসে ভেসে ওঠে পুরো দেশ।
জয়ের ফলে সুখবর এসেছে হাভিয়ের কাবরেরার শিষ্যদের জন্য। ফিফা র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। সম্প্রতি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা র্যাঙ্কিং হালনাগাদ করেছে। এতে বাংলাদেশ ফুটবল দল এখন ১৮০ নম্বরে অবস্থান করছে। এর আগে দলের অবস্থান ছিল ১৮৩ নম্বরে।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে হারের প্রভাব পড়েছে ভারতীয় দলের র্যাঙ্কিংয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ১৪২ নম্বরে নেমে এসেছে। তারা পিছিয়েছে ছয় ধাপ।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে সামান্য পরিবর্তন এসেছে। দুই ধাপ এগিয়ে পাঁচে অবস্থান করছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। শীর্ষে আছে স্পেন, দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এবং যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে ফ্রান্স ও ইংল্যান্ড।
বাংলাদেশের এই জয় শুধু র্যাঙ্কিংয়ে উন্নতি এনে দেয়নি, দেশের ফুটবল প্রেমীদের মধ্যে আত্মবিশ্বাস ও আশা আরও জাগিয়ে তুলেছে। আগামী ম্যাচগুলোতে লাল-সবুজের প্রতিনিধিরা কীভাবে নিজেদের শক্তি দেখাতে পারে, তা এখন নজর কাড়ছে আন্তর্জাতিক ফুটবল মহলে।