একরাতে বিশ্বকাপ নিশ্চিত করলো ৮ দেশ, আর বাকি কয়টি?
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১১:০০ পিএম
বিশ্বকাপ বাছাই পর্বের বড় একটা পর্ব শেষ হয়ে এলো অবশেষে। ৬টি প্লে-অফের জায়গা ছাড়া বাকি দলগুলো এরই মধ্যে নির্ধারণ হয়ে গেলো। মঙ্গলবার রাতেই বিশ্বকাপ নিশ্চিত করেছে মোট ৮টি দেশ। দেশগুলো হলো স্পেন, বেলজিয়াম, স্কটল্যান্ড, সুইজারল্যান্ড, অস্ট্রিয়ার মত দেশগুলো।
শুধু তাই নয়, বিশ্বকাপ নিশ্চিত করেছে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের তিনটি দেশও। যাদের মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম ক্ষুদ্র একটি দেশ কুরাসাওয়ের মত দেশও।
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে যারা: (৩৯+৩ = ৪২টি)
ইউরোপের: ১২টি দেশ
ইউরোপ থেকে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে মোট ১৬টি দল। যার মধ্যে ১২টি সরাসরি বাছাই পর্ব থেকে নির্ধারণ করা হবে। বাকি চারটি নির্ধারণ করা হবে প্লে-অফ থেকে। ইউরোপিয়ান দেশগুলোকে মোট ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে। এই ১২ গ্রুপের ১২টি গ্রুপ চ্যাম্পিয়ন দল বিশ্বকাপে সরাসরি খেলবে। বাকি ১২টি রানারআপ এবং সেরা চারটি তৃতীয় স্থান অর্জনকারী দলসহ মোট ১৬ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে প্লে-অফ। সেখান বাছাই করা হবে বাকি ৪টি দল।
মঙ্গলবার রাতে ছিল ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বের শেষ রাউন্ডের ম্যাচ। শেষ রাউন্ড থেকে ইউরোপিয়ান অঞ্চল থেকে মোট ৫টি দেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। এর আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিল ৭টি দেশ।
মঙ্গলবার ‘বি’ গ্রুপে শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল কসেভো এবং সুইজারল্যান্ড। ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। জিতলে হয়তো কসভোর সম্ভাবনা ছিল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করার; কিন্তু ড্র করার ফলে সুইজারল্যান্ড নিশ্চিত করেছে বিশ্বকাপে খেলা। কসভো চলে গেছে প্লে-অফে।
২৭ বছর পর আবারও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো গ্রেট ব্রিটেনের দেশ স্কটল্যান্ড। মঙ্গলবার রাতে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে তারা ৪-২ গোলে হারিয়েছে ডেনমার্কের মত শক্তিশালী দলকে। এই জয়ের ফলে ১৯৯৮ সালের পর আবারও বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিলো স্কটিশরা। ডেনমার্ককে যেতে হচ্ছে প্লে-অফে।
‘ই’ গ্রুপে স্পেন আটকে ছিল শেষ ম্যাচ পর্যন্ত। তাও তাদের লড়াইটা ছিল গ্রুপে শক্ত প্রতিদ্বন্দ্বী তুরস্কের সঙ্গে। হারলেই ছিল বিপদ। তবে, তুরস্কের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে স্প্যানিশরা। এই ড্র’য়ের ফলে বিশ্বকাপ নিশ্চিত করলো সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। তুরস্ককে খেলতে হবে প্লে-অফ।
‘এইচ’ গ্রুপ থেকে মঙ্গলবার রাতে বিশ্বকাপ নিশ্চিত করেছে অস্ট্রিয়া। এদিন গ্রুপের শেষ ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল বসনিয়া হার্জেগোবিনার। ম্যাচটা ১-১ গোলে ড্র করেছে অস্ট্রিয়ানরা। ইউরোপের এই দলটিও ১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো।
‘জে’ গ্রুপ থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে বেলজিয়াম। লিচনস্টেইনকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বেলজিয়ানরা। একই ম্যাচে ওয়েলস ৭-১ গোলের বড় ব্যবধানে নর্থ মেসিডোনিয়াকে হারিয়েছে একই দিনে। কিন্তু লাভ হয়নি ওয়েলসের। তাদেরকে খেলতে হবে প্লে-অফ।
ইউরোপ থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ১২টি দেশ। এই ১২টি দেশ হলো: জার্মানি, সুইজারল্যান্ড, স্কটল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, নরওয়ে, বেলজিয়াম, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।
কনকাকাফ: ৩+৩, মোট ৬টি দেশ
উত্তর, মধ্য ও ক্যারিবিয়ান অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপে খেলবে মোট ৬টি দেশ। এর মধ্যে ৩টি দেশ স্বাগতিক হওয়ার সুবাধে খেলবে সরাসরি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। বাকি তিনটি দল নির্ধারণ করা হবে বাছাই পর্ব থেকে। মঙ্গলবার ছিল কনকাকাফ অঞ্চলের বাছাই পর্বে শেষ রাউন্ডের ম্যাচ এবং একই দিনে নিশ্চিত হলো তিনটি অংশগ্রহণকারী দেশ।
মঙ্গলবার কনকাকাফ অঞ্চলের নিজেদের শেষ ম্যাচে নিকারাগুয়াকে ২-০ গোলে হারিয়ে ৫১ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো দ্বীপদেশ হাইতি। ‘সি’ গ্রুপে হন্ডুরাস, কোস্টারিকার মত দেশ ছিল। তাদেরকে পেছনে ফেলে ১৯৭৪ সালের পর আবারও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র হাইতি।
ক্যারিবিয়ান সাগরে ৪৪০ বর্গ কিলোমিটারের একটি দ্বীপরাষ্ট্র কুরাসাও। মাত্র ১ লাখ ৫৬ হাজার ২০০ (প্রায়) মানুষের দেশটি প্রথমবারের মত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন কলরো। বিশ্বকাপের ইতিহাসে কুরাসাওই হলো সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। মঙ্গলবার রাতে তারা জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করেছে। যার ফলে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করলো তারা।
কনকাকাফ অঞ্চলে ‘এ’ গ্রুপে ৩-০ গোলে হারিয়েছে এল সালভাদরকে। এই জয়ের মধ্য দিয়ে ২০১৮ সালের পর আবারও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো মধ্য আমেরিকার দেশটি।
কনকাকাফ থেকে বিশ্বকাপ নিশ্চিত করা ৬টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা (স্বাগতিক হিসেবে), পানামা, কুরাসাও, হাইতি।
আফ্রিকান অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ৯টি দেশ। তারা হলো: আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট, সেনেগাল, মিশর, তিউনিসিয়া ও মরক্কো।
এশিয়ান অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ৮টি দেশ। এই দেশগুলো হলো- ইরান, সৌদি আরব, কাতার, দক্ষিণ কোরিয়া, জাপান, জর্ডান, অস্ট্রেলিয়া ও উজবেকিস্তান।
কনমেবল তথা লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ৬টি দেশ। তারা হলো: আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে।
ওএফসি বা ওশেনিয়া অঞ্চল থেকে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে একটি দেশ। সেই দেশটি হলো, নিউজিল্যান্ড।
মোট ৪২টি দেশ নিশ্চিত হলো ২০২৬ বিশ্বকাপের জন্য। বাকি ৬টি দল নির্ধারণ করা হবে প্লে-অফের মাধ্যমে। যার মধ্যে ৪টি ইউরোপ থেকে এবং ২টি নির্ধারণ হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে।