ভারত জয়ের ভিডিও কানাডিয়ান প্রিমিয়ার লিগে পেজে ভাইরাল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম
২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। ২০০৩ সালের পর এই প্রথম বাংলাদেশের কাছে ১-০ ব্যবধানে হারল ভারতীয় ফুটবল দল।
এর আগে ২০০৩ সালে ১৮ জানুয়ারি সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ঢাকার মাঠে মোনেম মুন্নার গোল্ডেন গোলটি এখনো দর্শকদের চোখে ভাসে। কিন্তু এরপর দীর্ঘ ২২ বছর। হতাশা আর আক্ষেপই ছিল লাল সবুজদের সঙ্গী। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো।
গতকাল মঙ্গলবার ভারতকে হারিয়ে দীর্ঘ দুই দশকের হতাশা আর আক্ষেপ ঘুচালেন হামজা চৌধুরী, শেখ মোরসালিনরা। ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সি- গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। দলের জয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড শেখ মোরসালিন।
ভারতকে ১-০ গোলে হারানোর পর ড্রেসিংরুমে বাধভাঙা উদযাপন করেছেন বাংলাদেশের ফুটবলাররা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ১ মিনিটের একটা ভিডিও ছেড়েছে। ক্যাপশন দিয়েছে, ‘লকার রুমের উদযাপনটা এমনই। লাল-সবুজের জার্সিধারীদের অসাধারণ জয়।’
ভিডিওতে শমিত শোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেনদের নাচ দেখে মনে হয়েছে, এই আনন্দ যেন থামার নয়। বিশেষ করে, শমিত নাচছিলেন অনেকটা বক্সারদের মতো। তার এই নাচ নিয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগ একটি রিলস বানিয়েছে। ক্যাপশনে লেখা, ‘আমরা জানতামই না শাম (শমিত) এভাবে নাচতে পারেন।’
কানাডিয়ান প্রিমিয়ার লিগে শমিত খেলেন কাভালরি এফসির হয়ে। কানাডাতেও কয়েকবার সপ্তাহের সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন।