মুশফিকের ইতিহাস গড়ার দিনে সাকিবের স্মৃতিচারণ, আক্ষেপ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে শততম ম্যাচ খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। দারুণ এই অর্জনে এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার সতীর্থ ও দেশ-বিদেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অভিনন্দনে সিক্ত হচ্ছেন। এই বিশেষ দিনে নিজের সহযোদ্ধাকে নিয়ে আবেগঘন এক স্মৃতিচারণ করেছেন বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান। এমন দিনে মুশফিকের পাশে থেকে উদযাপন করতে না পারার আক্ষেপও ছিল তার পোস্টে।
বুধবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ পোস্টে মুশফিককে নিজের পথচলার অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন সাকিব। ২০০৫ সালে লর্ডসে মুশফিকের অভিষেক টেস্টের স্মৃতি রোমন্থন করে লেখেন, ‘লর্ডসে আপনার প্রথম টেস্ট খেলার কথা মনে পড়ে। আমি তখন বিকেএসপির রিক্রিয়েশন রুম থেকে আপনার প্রতিটি বল লক্ষ্য করতাম। সেই দিন থেকেই আপনি শুধু আমাকে নয়, বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছেন।’
বয়সভিত্তিক ক্রিকেট থেকেই মুশফিককে নেতা হিসেবে দেখে আসছেন সাকিব। সেই শ্রদ্ধাবোধ থেকেই তিনি লেখেন, ‘এত বছর ধরে আপনি খেলছেন এবং সবসময়ই সেরাটা দিয়েছেন। বয়সভিত্তিক দলগুলোকে যখন নেতৃত্ব দিচ্ছিলেন, তখন থেকেই আপনাকে আমার ‘ক্যাপ্টেন’ হিসেবে দেখেছি। আর যতদিন আমি ক্রিকেট খেলব, আপনিই থাকবেন আমার ‘ক্যাপ্টেন’।’
জাতীয় দলে বর্তমানে একসঙ্গে না থাকলেও মুশফিকের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চান সাকিব। তিনি লেখেন, ‘মুশফিক ভাই, এই বিশেষ মুহূর্তে আপনার ১০০তম টেস্ট ম্যাচের জন্য আন্তরিক শুভেচ্ছা। এটি যেকোনো ক্রিকেটারের জন্য বিরাট অর্জন। যেমন আমি আপনার প্রথম টেস্ট ম্যাচ লক্ষ্য করেছি, তেমনি আপনার ১০০তম ম্যাচেও প্রতিটি বল আমি দেখব। আশা করি আপনি এই ম্যাচটি পুরোপুরি উপভোগ করবেন।’
দীর্ঘ পোস্টের শেষ দিকে নিজের মনের একটি ইচ্ছাও জানান দেন সাকিব, ‘আশা করি আপনি এই ম্যাচটা উপভোগ করবেন। আর ইচ্ছে করে, ইশ! যদি আমি আপনার সঙ্গে এই ম্যাচটা খেলতে পারতাম এবং মাঠেই আপনার গৌরব উদযাপন করতে পারতাম।’
২০০৫ সালে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে চড়াই-উতরাই পেরিয়ে মুশফিক আজ স্পর্শ করলেন অনন্য এক অধ্যায়। গড়ে বছরে প্রায় পাঁচটি করে টেস্ট খেলে তৈরি করেছেন নিজের সমৃদ্ধ ক্যারিয়ার। ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও লাল বলের ক্রিকেটে এখনো দলের অন্যতম ভরসা।
এদিকে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরতে পারেননি নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব। এখন আবুধাবি টি-টেন লিগে খেলছেন সাকিব। এই লিগে অংশ নিচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, সাইফ হাসান ও তাসকিন আহমেদ। সাকিব রয়্যাল চ্যাম্পসের অধিনায়কত্ব করবেন।