ভারতকে হারিয়ে ২ কোটি পুরস্কার পাচ্ছে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১২:২২ এএম
ভারতীয় ফুটবল দলকে হারিয়ে ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে পরাজিত করে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন জাতীয় ফুটবল দল।
লাল সবুজের দলের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ পুরো দেশ। দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে স্মরণীয় জয় পেল বাংলাদেশ।
স্মরণীয় এই জয়ের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় ফুটবল দলকে ২ কোটি টাকা পুস্কারের ঘোষণা দেন।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সি- গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ।
বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড শেখ মোরসালিন। এই জয় টুর্নামেন্টে তেমন প্রভাব না ফেললেও আত্মতৃপ্তি নিয়ে ঘরে ফিরেছেন ফুটবলার, কর্মকর্তা এবং দর্শকরাও।
দেশের ফুটবল যেন আমুল বদলে দিয়েছেন হামজা চৌধুরী। মাঠ জুড়ে খেলছেন। নিজে গোল করছেন। অন্যকে দিয়ে গোলও করাচ্ছেন। শুধু তাই নয়, গোল হজমের হাত থেকে বাংলাদেশকে বাঁচিয়েও দিচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রবাসী এই ফুটবলার। নেপাল ম্যাচে একই দুই গোল করেছিলেন।
ভারতের বিপক্ষে গোল না পেলেও সুযোগ পেয়েছিলেন। এমনকি গোলের হাত থেকে দেশকে বাঁচিয়েও দেন হামজা।